সামাজিক যোগাযোাগ মাধ্যম এক্সে নিজের নাম পরিবর্তন করেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাক্স। নতুন নাম রেখেছেন কেকিয়াস ম্যাক্সিমাস। সঙ্গে প্রোফাইলে নতুন ছবি যোগ করেছেন। এ খবর প্রকাশ হওয়ার পর বিশ্বজুড়ে কৌতুহলের সৃষ্টি হয়েছে। কি কারণে তিনি এমনটা করলেন, তা জানার আগ্রহ সৃষ্টি হয়েছে জনমনে। কিন্তু ইলন মাস্ক এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেননি।
এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, তিনি প্রোফাইল ছবির স্থানে যে ক্যারেক্টারের ছবি দিয়েছেন তার নাম- পেপে দ্য ফ্রগ। এটি সাধারণত ব্যবহার করে উগ্র ডানপন্থি গ্রুপগুলো। ইলন মাস্কের এ কর্মকাণ্ডে ক্রিপ্টোকারেন্সি জগতে আলোড়ন সৃষ্টি হয়েছে। মেমেকয়েনের মূল্য আকাশচুম্বী বৃদ্ধি পেয়েছে এর ফলে।
মেমেকয়েন হলো একটি ডিজিটাল মুদ্রা বা কারেন্সি। এর আগেও ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষ্য বা মন্তব্য পোস্ট করে ক্রিপ্টোকারেন্সির মূল্যের ওপর প্রভাব ফেলেছিলেন। তবে এবার মেমেকয়েনের সঙ্গে তার নাম পরিবর্তনের কোনো যোগসূত্র আছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কারভাবে জানা যায়নি। কেকিয়াস শব্দটি ল্যাটিন শব্দ ‘কেক’ (কেইকে) থেকে এসেছে। যা বিশ্বে গেমাররা উল্লাস প্রকাশ করতে ব্যবহার করে থাকেন। কিন্তু বর্তমানে অতি উগ্র ডান-পন্থী দলগুলো এ শব্দ ব্যবহার করে থাকে।
কেক’ শব্দ দিয়ে অবশ্য প্রাচীন মিশরের অন্ধকারের দেবতা’কেও বোঝানো হয়। ব্যাঙের মাথার ছবি দিয়ে মাঝে-মধ্যে এই দেবতা’কে চিত্রিত করা হয়। ম্যাক্সিমাস নামটি কিছু মানুষ গ্ল্যাডিয়েটর সিনেমার নায়কের চরিত্রের নামের সাথে তুলনা করছেন। গ্ল্যাডিয়েটর সিনেমার নায়কের নাম ছিল ম্যাক্সিমাস ডেসিমাস মেরিডিয়াস।
মন্তব্য করুন