ডেস্ক রিপোর্ট : নিউইয়র্ক ও সিলেটের সংবাদ মাধ্যম তথা কমিউনিটির প্রিয় মুখ মাহফুজ আদনান গত বেশ কয়েকমাস থেকে মিশিগান অবস্থান করছেন । ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহফুজ মিশিগানের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন ও নিচ্ছেন ।
পাশাপাশি হেমট্রামিক সিটির বাংলাদেশী কমিউনিটি উন্নয়নে কাজ করছেন বিভিন্ন পর্যায়ে । হেমট্রামিক সিটিজেন পেট্রোলে ভলানটিয়ার সার্ভিসের পাশাপাশি সিটিতে আবু হানিফা মসজিদ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন নিরলসভাবে । বাংলা নিউজ ইউএস ডট কম, সাপ্তাহিক সুসময় ও মাসিক মদিনা ইউএসএ প্রকাশনার মাধ্যমে কমিউনিটির সকল বয়সীদের কাছে আদনান এক জনপ্রিয় নাম । মিশিগানে ইমিগ্রানট হোম কেয়ার এলএলসি ও স্কয়ার মাল্টি সার্ভিসেস ইনক প্রতিষ্ঠা করে, তিনি নিউইয়র্কের মত মিশিগানেও পাবলিক সার্ভিস সহ হোম কেয়ার সেবা দিতে চাচ্ছেন । দৈনিক ইনকিলাবের নিজস্ব প্রতিনিধি মাহফুজ আদনান কুলাউড়া এসোসিয়েশন অব মিশিগান ইউএসএ এর একজন অন্যতম উদ্যোক্তা ।
গত জুলাই ২০২৪ সাল থেকে এ সংগঠনটি মিশিগানে ঐক্যবদ্ধ হচ্ছে । বাংলাদেশ বেতারের সাবেক উপস্থাপক ও দি নিউ নেশনের সাবেক সিলেট জেলা প্রতিনিধি তরুণ মিডিয়া কর্মী মাহফুজ জীবনের বাঁকিটা সময় মিশিগানের বাংলাদেশী কমিউনিটির জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন
মন্তব্য করুন