মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভাধীন আইলাপুর (গাজিটেকার) গ্রামের সাইদুল ইসলামের বাড়িতে সেনাবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়েছে।
সাইদুল ইসলাম মৃত আব্দুল খালিকের সন্তান। সাইদুল বাড়িতে অবস্থান করছে, এমন একটি গোপন খবর পেয়ে গত শনিবার ৫ অক্টোবর পৌনে সাতটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী তার বাড়িতে সেনাবাহিনী অভিযান চালায়। সেনাবাহিনীর আগমন টের পেয়ে চোরাচালান চক্রের হোতা সাইদুল ইসলাম পালিয়ে যায়।
উল্লেখ্য, সাইদুল ইসলাম সোনা, হুন্ডি, ইয়াবাসহ সিলেট বিভাগের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রক। ইতোপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলেও সে রয়েছে নিরাপদে। সাবেক আইজিপি বেনজীরসহ অর্ধশতাধিক কর্মকর্তাদের অবৈধভাবে উপার্জিত টাকা আরব আমিরাত, কাতার, লন্ডন, সৌদি আরব, কানাডা ও ফ্রান্সে নিজে গিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে পুঁজি বিনিয়োগ করেছে।
সূত্র থেকে জানা যায়, সাবেক আইজিপি বেনজীরের বড় অংকের টাকা সাইদুল ডলার বানিয়ে দিতে সহায়তা করেছে। তার রয়েছে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি ও অবৈধ অস্ত্র। এছাড়াও সিলেটের বাসায় গুরুত্বপূর্ণ বিভিন্ন অবৈধ মালামাল রয়েছেও বলে সূত্র জানায়। সাইদুল ইসলামের নামে হত্যার হুমকি প্রদান, চুরি, ইয়াবা এবং চোরাচালানসহ বিভিন্ন মামলা রয়েছে। এতসব মামলা থাকলেও সে আওয়ামী লীগের পুলিশ বাহিনীর মদদে ছিল একেবারে ধরাছোঁয়ার বাইরে। সাইদুলের পরিবারের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে, সাইদুল বর্তমানে সিলেট শহরে অবস্থান করছে এবং তার আহত ভাইকে হাসপাতালে চিকিৎসার খোঁজ খবর নিচ্ছে। এছাড়া জানা গেছে, সে বিদেশে পাড়ি জমানোর পায়তারা করছে।
মন্তব্য করুন