বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় মেগাস্টার শাকিব খান এবার হাজির হচ্ছেন নতুন অ্যাকশন-থ্রিলার ছবি “BORBAAD” নিয়ে। ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয় এবং এটি মুক্তি পাচ্ছে ১৮ই এপ্রিল, ২০২৫ যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন প্রেক্ষাগৃহে।
“বরবাদ” সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন ইধিকা পাল ও যীশু সেনগুপ্ত। ছবির পোস্টারে দেখা যাচ্ছে শাকিব খানের এক চমকপ্রদ ও রগরগে লুক, যা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে আগেভাগেই। SK Films USA & Canada এবং Galaxy Media যৌথভাবে এই সিনেমার পরিবেশনার দায়িত্বে রয়েছে। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হলেন মোঃ বদরুদ্দোজা সাগর। এছাড়া পুরো আয়োজনের কো–অর্ডিনেটর হিসেবে রয়েছেন ফারজানা।
“বরবাদ” মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ৩৫ থেকে ৪০টি প্রেক্ষাগৃহে, যার মধ্যে রয়েছে বাংলা কমিউনিটি অধ্যুষিত এলাকা — নিউ জার্সি, নিউ ইয়র্ক, বোস্টন, ডিসি, সান ফ্রান্সিসকো, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, মিশিগান, বাফেলো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, অরল্যান্ডো ইত্যাদি শহর। এছাড়া কানাডার তিনটি বৃহত্তম শহর — টরন্টো, মন্ট্রিয়ল ও অটোয়াতে ছবিটি একযোগে মুক্তি পাচ্ছে।
এই সিনেমার ইভেন্ট পার্টনার Golden Age Homecare, এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আজকাল (AAJ KAAL)। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার প্রবাসী বাংলা ভাষাভাষীদের জন্য এটি হতে যাচ্ছে এক স্মরণীয় সিনেমা অভিজ্ঞতা। টিকিট সংক্রান্ত ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন: 929-538-7903
মন্তব্য করুন