যুক্তরাষ্ট্রে রোববার থেকে টিকটক বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই গতকাল শনিবার থেকে প্রায় ১৭০ মিলিয়ন বা ১৭ কোটি আমেরিকান টিকটক আর ব্যবহার করতে পারেনি। তবে টিকটক বন্ধের পরই সরব হয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, টিকটককে বাঁচাও।
সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, সোমবার (২০ জানুয়ারি) তিনি দায়িত্ব নেয়ার পর ৯০ দিনের জন্য টিকটক বন্ধ রাখা সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করবেন। আর ট্রাম্পের এই বার্তাটি টিকটক এক নোটিশের মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের জানিয়েছে।দুর্ভাগ্যবশত একটি আইনের কারণে যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এর অর্থ আপনি এখন টিকটক ব্যবহার করতে পারবে না। তবে আশার বানী হচ্ছে ট্রাম্প আমাদের ইঙ্গিত দিয়েছেন তিনি দায়িত্ব নেয়ার পর টিকটক ব্যবহারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। অনুগ্রহপূর্বক সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন। গতকাল শনিবার অ্যাপল ও গুগল প্লে স্টোর থেকে টিকটক উধাও হওয়ার পর এমন নোটিশ জারি করে টিকটক।
চীনের বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক বন্ধের বিষয়টি ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কের ওপর নির্ভর করে। যদিও এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির ওপর লাখ লাখ আমেরিকান অর্থনৈতিক এবং সংস্কৃতিকভাবে জড়িত রয়েছে। টিকটকের পাশাপাশি বাইটড্যান্সের মালিকানাধীন ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট, লাইফস্টাইল সোশ্যাল অ্যাপ লেমন৮ শনিবার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ দেখাচ্ছে। এগুলো অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে না।
সুত্রঃ রয়টার্স
মন্তব্য করুন