১৩ এবং ১৬ বছরের অপ্রাপ্তবয়স্কা শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে মিশিগানের ফ্লিন্ট শহরের ডেভিড রায়ান সিম্পসন (৩৪) কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত, যা ২০২৫ সালের ২রা মে থেকে শুরু হবে।
কোর্ট থেকে প্রাপ্ত নথির বিবরনে জানা যায় যৌন নিপীড়নের শিকার শিশুদের মায়ের সঙ্গে অভিযুক্ত ডেবিড বিগত ৬ বছর যাবত মেলামেশা করে আসছিলেন।শিশুদের ১০ বছর পূর্তির পূর্বে ও অভিযুক্ত রায়ান প্রশ্নসূচক অস্বাভাবিক আচরণে যুক্ত ছিলো। স্পর্শকাতর বিষয়টি ২০২২ সালে অভিভাবকদের গোচরে আসে যখন শিশুদিবস তাদের এক বন্ধুর নিকট যৌন নিপীড়নের বিষয়টি তথ্য প্রদান করে। কোর্ট থেকে প্রাপ্ত নথি থেকে আরও জানা যায় শিশুদের বায়োলজিকেল পিতার নিজস্ব গাড়ির পিছনের সিটে বসে শিশুদুজন সিম্পসন কর্তৃক যৌন নিপীড়ন সম্পর্কিত তথ্য পিতাকে জানায়। যা শোনামাত্র শিশুদের মাতা স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে আনেন।কোর্ট কর্তৃপক্ষের জেরার মুখে অভিযুক্ত সিম্পসন জানায় শিশুদের যৌন নিপীড়নের পূর্বে তাদের মারিজুয়ানা ও নেশা বস্তু গ্রহণে বাধ্য করে। পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ফিন্টের স্টোন ফলস এবং মিশিগান রাজ্যের বারটন শহরে সিটি এলাকায় অভিযান চালায়।
মন্তব্য করুন