বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের প্রথম ছায়া জাতিসংঘ সংগঠন ‘লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশন’ তৃতীয়বারের মতো আয়োজন করছে ‘আর্ন্তজাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন’। সবুজ পর্যটন: সমৃদ্ধি ও পরিবেশগত সংরক্ষণের সমন্বয়-এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের আয়োজনে গড়তে যাচ্ছে নতুন এক ইতিহাস। এতদিন ৪০০ প্রতিনিধিদের ৮ টি কমিটিতে বিভক্ত করে প্রতিযোগিতা আয়োজন করলেও এবার প্রতিনিধিদের আগ্রহে সিলেট অঞ্চলের ইতিহাসে প্রথমবারের মতো ৫০০ এর অধিক শিক্ষার্থী এবং আরো নতুন ২ টি কমিটি নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এবারের এই আর্ন্তজাতিক সম্মেলন।
বাংলাদেশের প্রায় ৩০ এর অধিক খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ-স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছেন লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট কুশল কান্তি দে।
সম্মেলন আয়োজন বিষয়ে তিনি বলেন, এবারের সম্মেলন ২০ ডিসেম্বর শুরু হবে। সিলেট নগরীর অভিজাত কনভেনশন হল সেন্টারে সমাপনী অধিবেশনের মাধ্যমে ২২ ডিসেম্বর সম্মেলন শেষ হবে। আয়োজনে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মডেল ইউনাইটেড নেশনস হচ্ছে জাতিসংঘের একটি শিক্ষামূলক মডেল যেখানে শিক্ষার্থীরা কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে শিখে। ‘সবুজ পর্যটন: সমৃদ্ধি ও পরিবেশগত সংরক্ষণের সমন্বয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা এবারের সম্মেলন আয়োজন করছি।
মন্তব্য করুন