ভুয়া বিয়ের মাধ্যমে ইউরোপে মানব পাচারকারী ১৫ সদস্যের একটি চক্র আটক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল। লাটভিয়া ও পর্তুগালের মেয়েদের সঙ্গে বিভিন্ন দেশের ছেলেদের পাতানো বিয়ের ব্যবস্থা করত বলে জানিয়েচে (ইইউ)।
গত ২৯ জানুয়ারি একটি যৌথ অভিযান পরিচালনা করে সাইপ্রাস, পর্তুগাল ও লাটভিয়ার পুলিশ। ১৩ জনকে সাইপ্রাস থেকে ও সন্দেহভাজন দুই হোতাকে লাটভিয়া ও পর্তুগাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রটি তৃতীয় দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ‘অবৈধ অভিবাসনের সুযোগ’ করে দিত ভুয়া বিয়ের মাধ্যমে।
ইউরোপলের তথ্য অনুযায়ী, তারা লাটভিয়া ও পর্তুগালের মেয়েদেরকে নিয়ে যেত এবং সেই দেশেই মেয়েগুলি ঐসব মানুষ দেড় সাথে ভুয়া বিয়েতে আবদ্ধ হতেন চুক্তি বদ্ধ হয়ে।
বিয়েগুলির আয়োজন করা হত নিকোসিয়া ও লারনাকা শহরের টাউনহলে। প্রাপ্ত তথ্য মতে মোট ১৩৩ টি বিয়ের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এমনকি লেনদেনের তথ্য সহ বিভিন্ন ধরনের ভুয়া নথি তৈরির তথ্য পাওয়া গেছে যার ফলে অবৈধ উপায়ে তৃতীয় দেশের মানুষ দেরকে সাইপ্রাস প্রবেশের ব্যাপারে সাহায্য করতেন দালাল চক্রের সদস্যরা।
বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
মন্তব্য করুন