চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের মেডিসন হাইটস অফিসে আজ এক বিশেষ বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ২০২৫ সালের নাসা মানব অনুসন্ধান রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশি দল ড্রিমস অব বাংলাদেশ তাদের প্রস্তুতি, অংশগ্রহণ ও উদ্ভাবনী রোভার নকশা নিয়ে বিস্তারিত আলোচনা করে।
সেমিনারে সভাপতিত্ব করেন সৈয়দ মঈন দীপু এবং সঞ্চালনা করেন লুৎফর রহমান। দলের প্রশিক্ষক মোঃ মঈন উদ্দীন ও দলনেতা মাহাদীর ইসলাম প্রতিযোগিতার লক্ষ্য, রোভার তৈরির কারিগরি দিক এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের গুরুত্ব তুলে ধরেন।
মূল আলোচক হিসেবে বক্তব্য দেন:
এ এন নাফি, মারজানা আফিয়া পৃথিবী, মোঃ রিফাত হোসেন, আব্দুল্লাহ আল জুনেদ — যারা সকলেই দলের সদস্য।
তাদের বক্তব্যে উঠে আসে কীভাবে তারা নতুন চিন্তা, কারিগরি দক্ষতা ও সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, যা ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে আরও মজবুত করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন:
অলিউর রহমান, লুৎফুল বারী নিয়ন, তাহলিল আজিম চৌধুরী, কাজী এবাদুল ইসলাম, মোহাম্মদ আফতাব, আবুল কালাম আজাদ, আজিজ চৌধুরী মুরাদ এবং মিল্টন বড়ুয়া। তারা দলের প্রতি শুভকামনা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্টজন, তাদের মধ্যে ছিলেন:
আমিনুর রশিদ চৌধুরী, সেলিম আহমেদ, ফয়সল চৌধুরী, শাহদাৎ হোসেন, সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, সাবি্বর খান, মাহমুদ রহমান, মিজানুর রহমান, সালাউদ্দিন মুরাদ সহ বিভিন্ন শিক্ষাবিদ, সমাজসেবী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।
সংক্ষিপ্ত বিবরণ:
ড্রিমস অব বাংলাদেশ দলটি নাসা মানব অনুসন্ধান রোভার চ্যালেঞ্জে অংশগ্রহণ করে দেশের জন্য এক গর্বজনক মাইলফলক সৃষ্টি করেছে। বক্তারা বলেন, এই প্রতিযোগিতা শুধু বৈশ্বিক অঙ্গনে অংশগ্রহণ নয়, বরং বাংলাদেশের উদীয়মান তরুণ প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতা ও বৈজ্ঞানিক নেতৃত্ব তুলে ধরার এক অসাধারণ সুযোগ।
সবশেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এই সাফল্য আগামীর বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর এবং উদ্ভাবনী জাতিতে রূপান্তরে সহায়ক হবে।
মন্তব্য করুন