প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল এসোসিয়েশন অব বাংলাদেশ (PUNAB)-এর উদ্যোগে গত ২১ মার্চ পুনাবের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পুনাবের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সদস্যদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল) সাইমুন রেজা তালুকদার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাহমুদা সুলতানা রিমি।
পবিত্র রমজানের তাৎপর্য ও শিক্ষা বিষয়ে আলোচনার পাশাপাশি বক্তারা পুনাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। অতিথিরা পুনাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। দোয়া পর্বে দেশ, জাতি, শিক্ষা ও ফিলিস্তিন এর জনগণের উদ্দেশ্যে বিশেষভাবে দোয়া করা হয়।
আলোচনা ও ইফতার শেষে গণহত্যাকারী দল আওমীলীগ নিষিদ্ধ এবং খুনি হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন