লেখক ইশতিয়াক রুপু’র স্মৃতিচারনমূলক গদ্যের বই ‘জলজোছনার জীবনপত্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। সোমবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মোড়ক উন্মোচন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রম্নতি সম্পর্কিত কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল, কবি ও লেখক সুখেন্দু সেন, কবি ইকবাল কাগজী, মৌলভীবাজার ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, কবি মুনমুন চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা কবি কুমার সৌরভ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাংবাদিক ও গবেষক অপূর্ব শর্মা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, কবি ইয়াকুব বখত বাহলুল, ডা. মুর্শেদ আলম, জেলা মহিলা কল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক দিলারা বেগম, জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ, প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক আ্যাডভোকেট খলিল রহমান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের প্রভাষক (ইংরেজী) মশিউর রহমান, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে শহরের বিশিষ্ট জনেরা লেখক কে উৎসাহ দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উপস্থিত সুধীজনের নিকট বই উপহার দিয়ে প্রাপ্ত শুভেচ্ছা মূল্য পাঠাগারের দুজন সহকারীর নিকট উপহার হিসাবে তুলে দেন পাঠাগার সম্পাদক খলিল আহমদ।
মন্তব্য করুন