বাংলা সংবাদ ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউজের ওবামার প্রতিকৃতি সরিয়ে নিজের নতুন ছবি বসালেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামার সঙ্গে তার শত্রুতাকে হোয়াইট হাউজের দেয়াল পর্যন্ত নিয়ে গেছেন। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের একটি প্রতিকৃতি সরিয়ে সেখানে নিজের একটি ছবি টাঙিয়ে দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি এক হত্যাচেষ্টায় বেঁচে গেছেন।

 

২০২২ সালে যখন ওবামার ছবিটি উন্মোচন করা হয়েছিল, তখন সেটি হোয়াইট হাউসের স্টেট ফ্লোরে রাষ্ট্রপতি নিবাসের সিঁড়ির কাছে লাগানো হয়েছিল। কিন্তু এখন ওবামার ছবি হোয়াইট হাউজের ঐতিহাসিক প্রবেশদ্বারের হলঘরের বিপরীত পাশে সরিয়ে দিয়েছেন। ওবামা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ট্রাম্পের এই পদক্ষেপকে ব্যতিক্রমী হিসেবেই দেখা হচ্ছে। কারণ ২০০ বছরের পুরনো ঐতিহাসিক ভবনে তাদের প্রতিকৃতি টাঙানোর আগে প্রেসিডেন্টকে হোয়াইট হাউসের অফিস ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে।

 

হোয়াইট হাউজ এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ‘হোয়াইট হাউজে নতুন কিছু শিল্পকর্ম’, এমন একটি ক্যাপশনসহ একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ প্রধান সিঁড়ির পাশে নতুন টাঙানো ট্রাম্পের ছবির পাশে হেঁটে যাচ্ছেন, যেখানে এক সময় ওবামার ছবি ঝুলত। গত বছর জুলাই মাসে পেনসিলভেনিয়ার বাটলার কাউন্টিতে আয়োজিত একটি সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছিল। এই হামলায় একটি গুলি তার কান ছুঁয়ে বেরিয়ে যায়। এই ঘটনার পর ট্রাম্পের একটি ছবি সারা বিশ্বে ভাইরাল হয়েছিল, যেখানে তাকে আহত অবস্থায় মুষ্টিবদ্ধ হাত তুলে লড়াইয়ের বার্তা দিতে দেখা যায়।

 

নতুন চিত্রকর্মে দেখা যায়, ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলার শহরে এক বন্দুকধারীর গুলিতে কানে আঘাত পাওয়ার পর রক্তাক্ত ট্রাম্প মুষ্টিবদ্ধ সেই ছবি—যেটি ইতোমধ্যেই আইকনিক মুহূর্তে পরিণত হয়েছে। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেন, এই চিত্রকর্মটি কে এঁকেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর তোলা ঐ মুহূর্তের একটি ছবির সঙ্গে অনেকটা মিল রয়েছে। এরপর হোয়াইট হাউজের আরো কয়েকজন কর্মকর্তা ট্রাম্পের নতুন আরো একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ট্রাম্পের পাশে ওবামার প্রতিকৃতিও কাছাকাছি একটি জায়গায় রয়েছে। হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং এক্স-এ লিখেছেন, ‘ওবামার ছবিটি মাত্র কয়েক ফুট দূরে সরিয়ে নেওয়া হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সাধারণত নিজেদের পূর্বসূরিদের প্রতিকৃতি স্থানান্তর করে থাকেন, তবে সাম্প্রতিক প্রেসিডেন্টদের ছবি সাধারণত প্রবেশপথের প্রধান হলঘরেই থাকে। ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ওবামার প্রতিকৃতি উন্মোচন করেন। এতে ওবামাকে দেখা যায় সাদা ব্যাকগ্রাউন্ডে কালো স্যুট ও ধূসর টাই পরে দাঁড়িয়ে আছেন। কিন্তু হোয়াইট হাউজে এই অদলবদলের তা ট্রাম্পের দীর্ঘদিনের তিক্ত ও ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক ওবামা-বিরোধিতারই প্রতিচ্ছবি। ধনকুবের ট্রাম্প তার রাজনৈতিক জীবনের সূচনা করেছিলেন বর্ণবাদী ও মিথ্যা ‘বার্থার’ ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে—যাতে বলা হয় ওবামা প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রে জন্মাননি। ওবামা বহুবার ট্রাম্পকে বিদ্রুপ করেছেন।  সম্প্রতি ট্রাম্প ওভাল অফিসের বাইরে নিজের একটি সোনালি ফ্রেমে বাঁধানো মাগশট ঝুলিয়েছেন—যেটি ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার এক মামলার সঙ্গে জড়িত। এ ছাড়াও ফ্লোরিডার মার-আ-লাগো আবাসে বাটলার হত্যাচেষ্টার ঘটনায় তার সাহসী প্রতিক্রিয়ার একটি বড় ব্রোঞ্জ ভাস্কর্যও রাখা হয়েছে।

 

সূত্র : এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসা ও জলবায়ু বিজ্ঞান তহবিলের ফান্ড কমানোর পরিকল্পনা ট্রাম্পের

বিশ্বে এই প্রথম, জটিল অস্ত্রোপচারে বীর্যে শুক্রাণু মার্কিন নাগরিকের

ইউরি গ্যাগারিন যেভাবে প্রথম মানুষ হিসেবে মহাকাশে গেলেন

৩০০০ সালে গ্রিনল্যান্ড অদৃশ্য হয়ে যাবে কি

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ফ্রান্সের

মিশিগান হিরোস মিউজিয়ামের উদ্যোগ: ১৩ মে’র সন্ধ্যা কাটান ক্যাপ্টেন ফিলিপসের সঙ্গে

গ্রিন কার্ডের স্বপ্নভঙ্গ: বিয়ে করে যুক্তরাষ্ট্রে আসা আর সহজ নয়

কনস্যুলেট অফিসে প্রবাসী সেবায় বৈষম্য দূর করতে হবে

‘আর্টেমিস’ চুক্তিতে সই করার জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

ম্যানহোলের ইতিহাস জানেন? কেন এর নাম ম্যানহোল?

১০

বিশ্বের সবচেয়ে বড় পেট্রোল পাম্প কোথায়?

১১

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা

১২

রাশিয়ার হয়ে যুদ্ধরত মার্কিন কর্মকর্তার ছেলের মর্মান্তিক মৃত্যু!

১৩

কমিউনিটি বোর্ড মেম্বার হলেন তৈয়েবুর রহমান

১৪

নিউইয়র্ক সিটির বেষ্ট কমিউনিটি লিডার অ্যাওয়ার্ড পেলেন দেলোয়ার

১৫

৩ মে নিউ ইয়র্কে রিয়েল এস্টেট এক্সপো

১৬

স্টেট পর্যায়ে ইতিহাস গড়লো এইচওএসএ টিম

১৭

বাংলা সংবাদ আমার, আপনার, আমাদের সবার

১৮

বাংলাদেশে রিয়েল এস্টেট বিনিয়োগে ঝুঁকি এবং সম্ভাবনা

১৯

হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!

২০