আলোচিত বাংলা সিনেমা ‘বরবাদ’-এর মিশিগান প্রিমিয়ার উপলক্ষে স্থানীয় স্বাদ রেস্তোরাঁয় এক জমকালো সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এস কে ফিল্মস ইউএসএ। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন এস কে ফিল্মসের সিইও, নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বদরুজ্জামান সাগর এবং বরেণ্য কবি ও সাংস্কৃতিক সংগঠক ইশতিয়াক রুপু।
সাংবাদিক সম্মেলনে মোঃ বদরুজ্জামান সাগর বলেন, “আমরা বরবাদ সিনেমাটিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন করেছি। বাংলা সিনেমার গৌরব ফেরাতে এস কে ফিল্মস সবসময় প্রবাসেও কাজ করে যাবে। এই সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বরবাদ’ চলতি বছরের ৩১শে মার্চ বাংলাদেশে মুক্তি পায় এবং মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
১৩৯ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন আরাফাত মোহসিন, সম্পাদনায় ছিলেন এডিট্রি এবং চিত্রগ্রাহক ছিলেন রাজু রাজ। অভিনয়ে ছিলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, ভারতের যিশু সেনগুপ্ত, নায়িকা চরিত্রে ছিলেন ইধিকা পাল এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগরসহ আরও অনেকে। দেশ ও বিদেশে এই চলচ্চিত্র ইতিমধ্যেই বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করেছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মিশিগানের এমজিআর ইউনিভার্সাল গ্র্যান্ড সিনেমায় ১২ মাইল রোডের ২৮৬০০ ডিকুইন্ড্রে রোড ঠিকানায় ১৮, ১৯ ও ২০ এপ্রিল প্রতিদিন সন্ধ্যা ৬টায় ‘বরবাদ’ সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত হবে। টিকিট সংগ্রহের জন্য অনলাইনে স্ক্যান কোড ও 347-935-7746 নম্বরে (ইশতিয়াক রুপু) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
এস কে ফিল্মসের পক্ষ থেকে মিশিগানের সকল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আগ্রহ, উপস্থিতি এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
মন্তব্য করুন