শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা” এই স্লোগান সামনে রেখে গত ১১ বছর ধরে নিউইয়র্কে শিল্প-সাহিত্যের চর্চা করছে ঊনবাঙাল । সংগঠনটির স্বপ্নদ্রষ্টা কবি কাজী জহিরুল ইসলাম। ঊনবাঙালের সভাপতির দায়িত্ব পালন করছেন মুক্তি জহির। গত ২৬ জানুয়ারি ঊনবাঙালের ৪৭ তম সাহিত্য সভায় সকলের আগ্রহে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ-বছর ‘অমর একুশে বইমেলা-২০২৫’ আয়োজন করবে ঊনবাঙাল।
আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি জ্যামাইকার ইলহাম একাডেমী মিলনায়তনে (৮৭-৪১ ১৬৫ স্ট্রীট) এই মেলা অনুষ্ঠিত হবে।
‘পৃথিবী জুড়ে বাঙালী, বাঙালীর পৃথিবী’ শ্লোগান সামনে রেখে প্রথমবারের মতো এই বইমেলা আয়োজনের জন্য কমিউনিটি অ্যাক্টিভিষ্ট, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলমকে আহবায়ক এবং আবৃত্তিশিল্পী ও কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিবকে সদস্য সচিব করে ৮৩ সদস্যের একটি আহবায়ক কমিটি এবং ১৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন: যুগ্ম আহবায়ক- আবু নাসের ও সারোয়ার হোসাইনী, যুগ্ম সদস্য সচিব কাজী ফৌজিয়া ও শামসুদ্দিন শামীম। সদস্যঃ যথাক্রমে আনোয়ার হোসেইন মঞ্জু, ডা. ওয়াজেদ এ খান, ড. আবুল কাশেম, এবিএম ওসমান গণি, মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল্লাহ জাহিদ, সৈয়দ ফজলুর রহমান, রাগীব আহসান, আজিজুল হক মুন্না, ইমরান আনসারী, আলী সাঈদ টিপু, শেখ সিরাজুল ইসলাম, এবিএম সালাহউদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম দেলোয়ার, আদিত্য শাহীন, দিমা নেফারতিতি, সৈয়দ রাব্বী, ওয়াহেদ হোসেন, হাসান আমজাদ খান, আহসান হাবীব, সুমন শামসুদ্দিন, জিএম ফারুক খান, নুরুল খান, ইমাম চৌধুরী, নজরুল ইসলাম, সোহেল হামিদ, ফিরোজ আহমেদ, দেওয়ান নাসের রাজা, এইচ বি রিতা, মোজাম্মেল হক, আসাদুজ্জামান বাবু, রওশন হক, ফরিদা ইয়াসমিন, কাজী আজম, রফিক পাটওয়ারী, সোহানা নাজনীন, রেণু রোজা, কাওসার পারভীন চৌধুরী, হারুন-অর-রশিদ তানভীর, মুশফিক অন্ত, আহনাফ আলম, নেসার ভূঁইয়া রাসেল, টুটুল, মুন্না চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দিন, আব্দুল কাইয়ুম, মিজানুর রহমান, নেলী ইসলাম, জেবুন্নেসা জ্যোৎস্না, ভায়লা সালিনা লিজা, লুৎফা শাহানা, শেলী জামান খান, সায়েব খালিসদার, শামসুন ফৌজিয়া, মিয়া এম আসকির, মিজান রহমান, আব্দুল মতিন, নাজমুল হোসেন, খালেদা আক্তার রুবী, জে মোল্লা সানী, শাহ আলম, মোহাম্মদ আলী, নুরুল আজিম, সৈয়দ জিন্নাত আলী, জিকরুল আমিন জুয়েল, ইসমাইল হোসেন স্বপন, শেখ হায়দার আলী, আমীন মেহেদী বাবু, কাজী সেলিম খান, আব্দুর রশিদ বাবু, মোহাম্মদ বিলাল চৌধুরী, মোহাম্মদ সাইফুল ইসলাম, কাশেম আবুল (বাবু), সুলতান এ আলম বোখারী, শহীদুল্লাহ কায়সার, সৈয়দ আজাদ, আম্বিয়া বেগম ও সেলিম ইব্রাহীম ।
মন্তব্য করুন