বাংলা সংবাদ ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কীভাবে ভাষাগত প্রবেশাধিকার মিশিগানে বাংলাদেশি নারীদের স্বাস্থ্যসেবায় প্রভাব ফেলে

মিশিগানে যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় বৃহত্তম বাংলাদেশি জনগোষ্ঠীর বসবাস, যার একটি বড় অংশ মেট্রো ডেট্রয়েট এলাকায় বসবাস করে। বাংলাদেশি অভিবাসীরা স্বাস্থ্যসেবা নিতে গিয়ে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হন, যেমন ভাষাগত প্রতিবন্ধকতা, সাংস্কৃতিক উপযোগিতা ও পর্যাপ্ত স্বাস্থ্যবিমার অভাব। এই সমস্যাগুলোর সমাধানে হ্যামট্রামিকের Detroit Friendship House নামের কমিউনিটি সংস্থা কাজ করে যাচ্ছে। তারা দক্ষিণ-পূর্ব মিশিগানে বাংলাদেশি নারীদের ভাষাগত ব্যবধান দূর করতে সহায়তা করছে, যাতে তারা স্বাস্থ্যসেবায় সহজে প্রবেশ করতে পারেন। এই অলাভজনক সংস্থাটি স্বাস্থ্যসংক্রান্ত শিক্ষাকর্মশালার আয়োজন করে, যাতে নারীরা স্বাস্থ্যসেবা ব্যবস্থাটি বোঝতে ও কার্যকরভাবে ব্যবহার করতে পারেন।

 

সংস্থাটির নির্বাহী পরিচালক খুরশিদা হোসেন বলেন, “নারীরাই পরিবারের প্রাণ। খাবার সংগ্রহ থেকে শুরু করে সন্তানের পুষ্টি ও সুস্থতায় নারীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক নারী শিক্ষা বা যাতায়াতের সুযোগ না পেলেও, তারাই পরিবারের খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনায় মুখ্য ভূমিকা পালন করেন—এটিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।” সংস্থাটি নারীর স্বাস্থ্য, পুষ্টি এবং দীর্ঘস্থায়ী রোগব্যাধি নিয়ে নিয়মিত কর্মশালার আয়োজন করে। তবে শুধুমাত্র তথ্য দেওয়াই যথেষ্ট নয়—নারীদের স্বাস্থ্যসচেতন করতে হলে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও গ্রহণযোগ্য করে তুলতে হয়। তাই এসব কর্মশালার পাশাপাশি সরাসরি স্বাস্থ্যসেবায় নিবন্ধনের সুযোগও রাখা হয়, যাতে নারীরা জটিল প্রক্রিয়াগুলোর মধ্যে দিশেহারা না হন।

 

হোসেন বলেন, “কর্মশালার শেষে যদি আমরা সরাসরি নিবন্ধনের সুযোগ দিই এবং চিকিৎসা বিষয়ক টার্মগুলো ব্যাখ্যা করি, বা কোনো অনুবাদক থাকেন, তাহলে সেটি অনেক বেশি কার্যকর। শুধুমাত্র বললেই হয় না যে, ‘এখন আপনাকে শহরের কেন্দ্রস্থলে গিয়ে ফর্ম পূরণ করতে হবে,’ যেটা তাদের জন্য ভয়ংকর ও বিভ্রান্তিকর হতে পারে। ২০১৮ সালে Detroit Friendship House মিশিগান ইস্টার্ন ইউনিভার্সিটির ডাউঈঐ (Racial Ethnic Approaches to Community Health) প্রোগ্রামের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলে, যাতে আরও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কর্মশালা আয়োজন করা যায়। হোসেন বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল বাংলাদেশি নারীদের ইংরেজি শেখানো, যাতে তারা নিজেরাই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অনুবাদক বা সন্তানের ওপর নির্ভর না করে। “রেজিস্ট্রেশনের সময় যদি কোনো মা সেই ফর্মটি নিজেরাই পূরণ করতে পারেন, তাহলে সেটি তাদের ক্ষমতায়ন করে। এটা স্পর্শকাতর তথ্য, যা অন্যের হাতে তুলে না দিয়ে নিজে পূরণ করতে পারাটাই বড় সাফল্য,” বলেন হোসেন। সংস্থাটি নারীদের বিনামূল্যে ম্যামোগ্রাম ও প্যাপ স্মিয়ার পরীক্ষায় অংশ নিতে উৎসাহিত করে, যাতে তারা স্তন ও জরায়ু ক্যানসার সম্পর্কে সচেতন হন।

 

Mst Begum, হ্যামট্রামিক হাই স্কুলের একজন শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, যিনি অনুবাদকের ভূমিকাও পালন করেন। তিনি বলেন, “আমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ আমি নিজেও বাঙালি এবং রোগীদের সঙ্গে সহজে সম্পর্ক গড়ে তুলতে পারতাম।” তার কাজের একটি অংশ হলো সামাজিক ট্যাবু বা কুসংস্কারের দেয়াল ভাঙা। তিনি বলেন, “বাংলাদেশি রোগীদের কাছে পৌঁছাতে বাংলাদেশি স্বেচ্ছাসেবীদের প্রয়োজন, কারণ এতে রোগীরা অনেক বেশি স্বস্তি ও আত্মবিশ্বাস পান। মাঝে কোনো সংযোগ ছিল না।

 

তিনি Beaumont Family Medicine-এর সঙ্গে কাজ করে শুধুমাত্র নারীদের জন্য স্বাস্থ্যকর্মশালার আয়োজন শুরু করেন। শুরুতে কমিউনিটির সমর্থন পাওয়াটা বেশ সহজ ছিল না। বাংলাদেশি সমাজে সাধারণত পুরুষরাই পরিবারে তথ্য আনেন ও ছড়িয়ে দেন। তাই হানিফকে প্রবীণদের বোঝাতে হয় যে নারীদেরও স্বাস্থ্যশিক্ষার জন্য আলাদা জায়গা প্রয়োজন। তিনি বলেন, “আমাকে অনেক ‘আঙ্কেল’দের সঙ্গে বলে বোঝাতে হয়েছে—যদি আপনার স্ত্রী এখানে আসেন, তাহলে তিনি আরও সচেতন হবেন, যা শেষমেশ আপনার পরিবার, সন্তান এবং আপনার নিজের স্বাস্থ্যের জন্য উপকারী হবে।

 

এই কর্মশালাগুলো থেকে নারীরা অনেক উপকৃত হয়েছেন, এবং তারা কীভাবে আরও বেশি করে চিকিৎসকের কাছে প্রশ্ন করতে হয়, তা শিখেছেন।

 

শুধু চিকিৎসা-শব্দ বোঝাই নয়, ভাষাগত চ্যালেঞ্জ আরও গভীর।

 

বাংলাদেশি নারীদের জন্য স্বাস্থ্যসেবা কৃষ্যবার ভাষায় অনুবাদক ও স্বাস্থ্যকর্মীদের কর্মশালার ক্রমবর্ধমান চাহিদা।

 

এক দশক আগেও বাংলাদেশি নারীদের জন্য সাংস্কৃতিক উপযোগী স্বাস্থ্যশিক্ষা পাওয়া ছিল দুষ্কর। ড. সুবহা হানিফ, মিশিগান বিশ্ববিদ্যালয়ের একজন ক্যান্সার পুনর্বাসন ফেলো, ২০১২ সালে তার সংগঠন Bangladeshi Americans for Social Empowerment-এর মাধ্যমে মেট্রো ডেট্রয়েট এলাকায় এমন উদ্যোগ শুরু করেন। তিনি বলেন, “আমার মনে হয়েছিল, সম্পদগুলো থাকলেও কমিউনিটি ও পরিষেবাগুলোর চাহিদা ছিল। জাক আহমেদ, একজন অনুবাদক যিনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং মিশিগানের বিভিন্ন হাসপাতালে কাজ করেন। তিনি বলেন, অনেক বাংলাদেশি সিলেটি ভাষায় কথা বলেন, যা বিশ্বের প্রায় ১ কোটি ১০ লক্ষ মানুষের মাতৃভাষা। তবে অনেক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মানক বাংলা বা “শুদ্ধ ভাষা” ব্যবহার করা হয়। তিনি বলেন, “আমি যখন রাজনৈতিক আশ্রয় বা ইমিগ্রেশন মামলায় কাজ করতাম, তখন দেখতাম অনেককে ভুল বোঝাবুঝির কারণে অস্বীকৃত বা ফেরত পাঠানো হয়েছে। কারণ তারা সিলেটি ভাষাভাষী ছিলেন এবং শুদ্ধ বাংলা বোঝেননি।”

 

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সিলেটিকে আলাদা একটি স্বতন্ত্র ভাষা হিসেবে তালিকাভুক্ত করে। তবে এখনো সিলেটি ভাষায় দক্ষ অনুবাদকের ঘাটতি রয়েছে, যদিও অনেক রোগী জানেনই না তারা চাইলে এ ধরনের অনুবাদক চেয়ে নিতে পারেন। তিনি বলেন, “যখন তারা নিজেদের মাতৃভাষায় কথা বলতে পারেন, তখন তারা অনেক বেশি স্বস্তি বোধ করেন। এমন কাউকে সামনে পেলে যিনি তাদের ভাষা বুঝতে পারেন, তখন তাদের প্রয়োজনও ভালোভাবে বোঝা যায়।

 

মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, বাংলাসহ যেকোনো ভাষায় বিনামূল্যে অনুবাদকের ব্যবস্থা করা হয়, যদি কেউ তা চান। মেট্রো ডেট্রয়েটে এখনো বাংলায় স্বাস্থ্যসেবাবিষয়ক কোনো আনুষ্ঠানিক সার্টিফিকেশন প্রোগ্রাম নেই, যেমনটি আরবি ভাষার ক্ষেত্রে ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে রয়েছে।

 

ক্রেডিট : ডব্লিউডিইটি – ১০১.৯ এফএম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিনদের বার্তা: নেতৃত্বে বদল আনুন ডেমোক্র্যাটরা

টানা ৩১ ঘণ্টা ড্রাম বাজিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তরুণ

সাপ’ মন্তব্যে বিতর্কে ইলন মাস্ক, টার্গেটে হোয়াইট হাউস কর্মকর্তা

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এমবাপে

যেভাবে গুগলে চাকরি পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিচিতা

‘ইরানে হামলার আগে কূটনীতির জন্য দুই সপ্তাহ সময় দেবেন ট্রাম্প’

ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে না জড়ানোর আহ্বান স্টারমারের

আবারও ট্রাম্পের রহস্যজনক বার্তা

তেহরান থেকে নিরাপদে সরানো হয়েছে ১০০ বাংলাদেশিকে

ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১০

ভিসাপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা যুক্তরাষ্ট্রের

১১

সামাজিক মাধ্যমে কি উদাসীন বিসিবি?

১২

ফেসবুকে থাকছে না কোনো ‘ভিডিও’

১৩

জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

১৪

নেতানিয়াহুকে তুলোধুনো করলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

১৫

জাতির উদ্দেশে ভাষণে নেতানিয়াহু : আমরা বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন

১৬

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১৭

এবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর হুমকি দিল ইরান

১৮

সিপিএলে খেলতে মুখিয়ে আছেন সাকিব

১৯

ইরানে হামলায় যোগ দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

২০