বিখ্যাত ক্ল্যাসিক চলচ্চিত্র ‘দ্য উইজার্ড অব ওজ’-এর অভিনেত্রী জুডি গারল্যান্ডের জাদুকরী জুতো বলে কথা। ১৯৩৯ সালে জুডির পায়ের সেই লাল জুতার জোড়ার দাম ৩৩৫ কোটি টাকা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত এক নিলামে জুডি গারল্যান্ডের এক জোড়া জুতো বিক্রি হয়েছে দুই কোটি ৮০ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৩৪ কোটি ৯৭ লাখ টাকার সমান।
‘দ্য উইজার্ড অব ওজ’ চলচ্চিত্রটিতে ব্যবহৃত জুতোগুলোর মধ্যে যে চার জোড়া এখনো টিকে আছে, সেগুলোর একটি এটি। বিখ্যাত এই জুতো একবার মিনেসোটার একটি জাদুঘর থেকে চুরি হয়েছিল। প্রায় এক মাস আগে অনলাইনে নিলাম শুরু হয়, যেখানে জুতোর দাম ৩০ লাখ ডলার পর্যন্ত উঠবে বলে আশা করা হয়েছিল। কিন্তু পরে দেখা যায়, ধারণার চেয়ে অনেক বেশি দামে বিকিয়েছে এটি।
নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস এই জুতোজোড়াকে হলিউড স্মৃতিচিহ্নের ‘হলি গ্রেইল’ বলে উল্লেখ করেছে। তারা জানায়, এটি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া স্মারক। নতুন ডালাসের নিলাম কক্ষে বিজয়ী ঘোষণার পর করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সবাই। কাকতালীয়ভাবে ‘উইজার্ড অব ওজ’-এর প্রিকুয়েল ‘উইকড’ সম্প্রতি মুক্তি পেয়েছে। সব মিলিয়ে পুরোনো দিনের সেই বিখ্যাত চলচ্চিত্রটির প্রতি মানুষের নতুন করে আগ্রহের জন্ম নিয়েছে। ১৯০০ সালে ছোটদের জন্য লেখা ফ্রাঙ্ক বামের বই ‘দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অব ওজ’ অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্রটি। বইতে ডরোথির জাদুকরী জুতো রুপার ছিল, কিন্তু চলচ্চিত্র নির্মাতারা জুতোগুলোকে লাল রঙে বদলে নেন।
রুবির জুতো বা রুবি স্লিপারস নামে পরিচিত হলেও মূলত এটি চুমকি খচিত।
মন্তব্য করুন