আবুল কাসেম
২১ জুন ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লি থেকে শেখ হাসিনা কী নিয়ে আসেন, আমরা দেখব : ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, এই সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নাই। বরং বাংলাদেশের জনগণ তারেক রহমানের সঙ্গে আছে। তার প্রমাণ ৭ জানুয়ারির নির্বাচন, তার প্রমাণ চার ধাপে উপজেলা নির্বাচন… এসব নির্বাচনে কোনো মানুষ ভোটকেন্দ্রে যায় নাই। ভাইয়ে ভাইয়ে নির্বাচন দিয়ে ডামি নির্বাচনের সেই সরকারপ্রধান আজকে আবার দিল্লি যাচ্ছেন।

 

কী নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে এলে কিন্তু জনগণ আপনাকে ক্ষমা করবে না। রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
শুক্রবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

 

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে ভারতীয় রেল কর্তৃপক্ষের বাংলাদেশের মাটির ওপর দিয়ে রেললাইন স্থাপন পরিকল্পনার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ হয়।
দুপুর ২টায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি রওনা হবেন। দিল্লির হায়দরাবাদ হাউসে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক রয়েছে।

 

‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হোন’

 

ফারুক বলেন, বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে, ভারত তুমি বন্ধু থাকো।কিন্তু বন্ধু বলে আজকে আমাদের সব কিছু কেড়ে নিয়ে যাবে, আমার ন্যায্য পানির হিস্যা থেকে আমাদের বঞ্চিত করবে…. বাংলাদেশের জনগণ গরিব হতে পারে, কিন্তু আমাদের আত্মমর্যাদা অনেক বড়। তাই আপনাদের (ভারত) জানিয়ে দিতে চাই, বাংলাদেশের নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আপনাকে দিতেই হবে।
তিনি আরো বলেন, আপনারা বাংলাদেশের ওপর দিয়ে রেললাইন নির্মাণ করবেন আর সেই রেলে করে ক্যান্সারের নমুনা পাওয়া এমন সব পণ্যসামগ্রী অন্য প্রান্তে নিয়ে যাবেন, তা কখনো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, একাত্তর সালে আমরা হাফ প্যান্ট পরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি… রাওয়ালপিণ্ডির পিঞ্জির ভেঙে চুরমার করে দিয়েছি… তাই বলে আবার আমরা দিল্লির আগ্রাসন মেনে নেব, বাংলাদেশের মানুষ তা কখনো জীবন থাকতে গ্রহণ করবে না। আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে শরিক হই।

 

অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশে আজকে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তা এই সরকারের সৃষ্টি। আপনারা (সরকার) দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছেন। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে আপনি ব্যর্থ হয়েছেন, মানুষকে দুই বেলা পেটভরে খাওয়ার অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনি এমন এক বাজেট ঘোষণা করেছেন, যেখানে আমি আমার উপার্জিত অর্থের কর দেব আর যারা কোটি কোটি টাকা ডলার চুরি করে ১৯ শতাংশ কর দিয়ে বৈধতা আনবে, তাদের আমাদের সঙ্গে সমান করে দিয়েছেন।

 

তাই এই সরকার লুটেরাদের সরকার, দুর্নীতিবাজদের সরকার। এই ভারতপ্রীতির সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী নাগরিক পরিষদকে আমি আহ্বান জানাব, আমাদের জীবন থাকতেও তাদের এসব অন্যায়-অত্যাচার গ্রহণ করা হবে না।

 

‘আজিজ-বেনজীর-আসাদুজ্জামান এখন কোথায়’

 

ফারুক বলেন, আমরা বলতে চাই, তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাইরে রাখতে পারেন, খালেদা জিয়াকে জেলে রাখতে পারেন; কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলনে ব্যর্থ হয় নাই। কিছুসংখ্যক আমলা, কিছুসংখ্যক পুলিশ কর্মকর্তা, যারা বাংলাদেশে আজকে অন্যায়ভাবে বিরোধী দলকে দমন করার কাজে নিয়োজিত। তার প্রমাণ আজিজ, বেনজীর ও আসাদুজ্জামান মিয়া। এই আজিজ-বেনজীর-আসাদুজ্জামান মিয়া- আপনারা এখন কোথায়?

 

জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সভাপতি মাইনুল ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এইচ এম সাইফ আলী খান, আ ক ম মোজাম্মেল, শাহ নেছারুল হক, তাঁতীদলের কাজী মনিরুজ্জামান মুনির, কৃষক দলের ভিপি ইব্রাহিম, উলামা দলের কাজী আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনস্যুলেট অফিসে প্রবাসী সেবায় বৈষম্য দূর করতে হবে

‘আর্টেমিস’ চুক্তিতে সই করার জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

ম্যানহোলের ইতিহাস জানেন? কেন এর নাম ম্যানহোল?

বিশ্বের সবচেয়ে বড় পেট্রোল পাম্প কোথায়?

এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা

রাশিয়ার হয়ে যুদ্ধরত মার্কিন কর্মকর্তার ছেলের মর্মান্তিক মৃত্যু!

কমিউনিটি বোর্ড মেম্বার হলেন তৈয়েবুর রহমান

নিউইয়র্ক সিটির বেষ্ট কমিউনিটি লিডার অ্যাওয়ার্ড পেলেন দেলোয়ার

৩ মে নিউ ইয়র্কে রিয়েল এস্টেট এক্সপো

স্টেট পর্যায়ে ইতিহাস গড়লো এইচওএসএ টিম

১০

বাংলা সংবাদ আমার, আপনার, আমাদের সবার

১১

বাংলাদেশে রিয়েল এস্টেট বিনিয়োগে ঝুঁকি এবং সম্ভাবনা

১২

হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!

১৩

অষ্টম বর্ষে এবার বাংলা সংবাদ

১৪

মিশিগানে হাউজফুল এবার শাকিব খানের ‘বরবাদ’

১৫

যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী শতাধিক দপ্তর বন্ধ করছে

১৬

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় খাবার সময় ট্রাম্পের মন্ত্রীর ব্যাগ চুরির ঘটনা

১৭

কীভাবে ভাষাগত প্রবেশাধিকার মিশিগানে বাংলাদেশি নারীদের স্বাস্থ্যসেবায় প্রভাব ফেলে

১৮

মিশিগানে মানুষের ভালবাসায় সিক্ত হলেন ভার্জিনিয়ার কমিউনিটি নেতা খায়রুল খান

১৯

সুস্থ জীবনের জন্য হিজামা বা রক্ত মোক্ষণ চিকিৎসা অনন্য

২০