ফরাসি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের এর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট এখন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি।
সম্প্রতি তিনি টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা থেকে সরিয়ে দিয়েছেন।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্নার্ড আর্নল্টের ১৭২বিলিয়ন ডলারের সম্পদ ইলন মাস্ককে দুই নম্বরে ঠেলে দিয়েছে।
ব্লুমবার্গের বিলিয়নেয়ারস ইনডেক্স অনুসারে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ সম্প্রতি ১৬১ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।
আর্নল্ট এর আগে ফোর্বসের ‘রিয়েল টাইম বিলিয়নেয়ার‘ তালিকার শীর্ষস্থান থেকে মাস্ককে ছিটকে দিয়েছিলেন।
সেক্ষেত্রে এখন ফোর্বস ও ব্লুমবার্গ উভয়ের র্যাঙ্কিং অনুযায়ী আর্নল্ট বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি।
উল্লেখ্য, বার্নার্ড আর্নল্ট ১৯৪৯ সালে ফ্রান্সের রুবেইক্সে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম মারি জোসেফ স্যাভিনেল। তার বাবার নাম জিন লিওন আর্নল্ট।
তার ক্যারিয়ার শুরু হয় ১৯৭১ সালে তার বাবার পরিচালিত ফেরেট-স্যাভিনেল নামে একটি নির্মাণ কোম্পানির ভার গ্রহণ করার মাধ্যমে।
পরে তিনি কোম্পানির নাম পরিবর্তন করে রিয়েল এস্টেট ব্যবসায়ে ফোকাস করেন।
২০২১ সালের জানুয়ারী মাসে মার্কিন জুয়েলার্স গোষ্ঠী টিফ্ফানি এন্ড কোং -এর ১৫.৮ বিলিয়ন ডলার টেকওভার সম্পন্ন করেন তিনি। যা তার কোম্পানি এলভিএমএইচেরকে বিলাসবহুল শিল্পের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে পরিণত করেছে।
আরও পড়ুনঃ
ডেট্রয়েট যুবকের হাতে টেসলার চাবি ইমপ্লান্ট
৪৪০০ কোটি ডলারে টুইটারের মালিক ইলন মাস্ক
মন্তব্য করুন