২৮ ডিসেম্বর, শনিবার, সন্ধ্যা ৬ টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলরুমে ইউএস বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের উদ্যোগে “পানি লাগবো পানি” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মদন মোহন কলেজের প্রিন্সিপাল (সাবেক) কর্নেল আতাউর রহমান পীর বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শহীদ মুগ্ধ স্মরণে, ইউএস বাংলা কর্তৃক প্রকাশিত স্মারক গ্রন্থ ‘পানি লাগবো পানি’ হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বড়রা যা পারেনি, ছাত্ররা আন্দোলন করে আমাদের সব ধরনের অধিকার এনে দিয়েছে। মুখে গণতন্ত্র বলে হাজার হাজার মানুষকে বিগত সরকার গুম-খুন করেছে। আশ্চর্যের বিষয়, একজন এমপিও আজ বাড়িতে নেই। আমি এই ঐতিহাসিক গ্রন্থটির সাফল্য কামনা করছি। এখানে যারা বসে আছেন, সবাই কবি, আপনাদের মধ্যে আছে ঐশ্বরিক ও অনন্য এক আর্ট।
সংগঠনের সভাপতি লোক গবেষক আবু সালেহ আহমদের সভাপতিত্বে এবং প্রভাষক মাসুদ করিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে:
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কবি ও লেখক সাহেদবীন জাফর, কবি ছয়ফুল আলম পারুল, লেখক আবু সাঈদ রাউফী, মোঃ আব্দুল মোহিত, জয়নাল আবেদীন বেগ, মোঃ রেজাউল করিম, সৈয়দ নিয়াজ আহমদ, আদিল আহমদ, আল আমীন মোহাম্মদ শরীফ আহমদ, মোঃ ফাতাউর রহমান, সুকরানা বেগম, জায়েদ আহমদ, মোঃ ওমর ফারুক, ফয়সাল আহমেদ, কুবাদ বখত চৌধুরী রুবেল, জিয়াউর রহমান জিয়া।
আরো উপস্থিত ছিলেন: নোমান সাদী, মঞ্জিল আহমদ, আব্দুল আজিজ চৌধুরী, মোঃ সুয়েজ হোসেন, মকসুদ আহমদ লাল, মোঃ নূরুল ইসলাম বিশ্বাস, আশরাফ হাছীন জারিফ প্রমুখ শুভানুধ্যায়ী।
মন্তব্য করুন