মুসলিম হ্যান্ডস বাংলাদেশ কর্তৃক রমজান মাস উপলক্ষে এতিম শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স, দাসপাড়া, খাদিমনগর, সিলেট-এ রবিবার, ১৬ মার্চ এতিম শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে চাল, ডাল, মুরগি, তেল, মুড়ি, আলু, ছোলা, সেমাই, পাউডার দুধ, খেজুর, চিনি, লবণ, শরবত, ও সরিষার তেল প্রদান করা হয়। এ খাদ্য সামগ্রী ৫ জনের পরিবারের এক মাসের জন্য পর্যাপ্ত।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স, সিলেট-এর শিক্ষকমণ্ডলী, মুসলিম হ্যান্ডস বাংলাদেশ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার শেখ আহমেদ ইশতিয়াক, প্রোগ্রাম এসোসিয়েট আকরাম হোসাইন ও আবদুল্লাহ খান জাকারিয়া এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। বক্তব্যের শুরুতে তিনি মুসলিম হ্যান্ডসের ভূয়সী প্রশংসা করে বলেন, ইংল্যান্ডে থাকা কালীন সময়ে তিনি মুসলিম হ্যান্ডসের সব ধরনের সেবামূলক কার্যক্রম স্বচক্ষে দেখেছেন। তিনি আরও বলেন, মুসলিম হ্যান্ডস মানুষের কল্যাণে বিশ্বের বিভিন্ন দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর বক্তব্যে মুসলিম হ্যান্ডসের বিভিন্ন কার্যক্রমের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহিতা সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি আশ্বাস দেন যে মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স, সিলেট-এর কোনো এতিম শিক্ষার্থী যদি উচ্চশিক্ষা নিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান, তবে তিনি মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। সবশেষে তিনি মুসলিম হ্যান্ডসের সাফল্য কামনা করেন এবং মুসলিম হ্যান্ডসের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মুসলিম হ্যান্ডস বাংলাদেশের ধারাবাহিক এই উদ্যোগটি রমজান মাসের বার্তাবাহক হিসেবে সমাজের দুরবস্থায় থাকা এতিম শিক্ষার্থী ও তাদের পরিবারের জীবনে সহায়তা ও আশার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিচালিত হয়। সংগঠনের এই প্রচেষ্টার মাধ্যমে সমাজে ঐক্যবদ্ধতা, সহানুভূতি ও মানবিকতার বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে আশাবাদী।
মন্তব্য করুন