বাংলা সংবাদ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান জুড়ে আর্কটিক বিস্ফোরণ

মেট্রো ডেট্রয়েট এবং মিশিগানের অন্যান্য অংশে আর্কটিক বায়ু এবং তুষারপাতের লক্ষ্য হিসাবে ভ্রমণকারীদের পরবর্তী ২৪ ঘন্টা নজর রাখা উচিত। জাতীয় আবহাওয়া পরিষেবা কর্মকর্তারা বৃহষ্পতিবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত শীতকালীন আবহাওয়ার সতর্কতা জারি করেছেন। রাজ্যের পশ্চিম দিকের ম্যাসন, লেক, ওশেনা, মাস্কেগন, অটোয়া এবং অ্যালেগান কাউন্টিতে ৫ থেকে ৯ ইঞ্চি তুষারপাত হতে পারে। ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

 

সতর্কবার্তায় বলা হয়েছে, ‘রাস্তাঘাট, বিশেষ করে সেতু ও ওভারপাসগুলো পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে উঠতে পারে। হ্রদের প্রভাব তুষারপাতের স্বল্প দূরত্বে দৃশ্যমানতা এবং রাস্তার অবস্থার দ্রুত পরিবর্তন হতে পারে। ভ্রমণ খুব কঠিন হতে পারে। এনডব্লিউএস আরও জানিয়েছে, দক্ষিণ-পূর্ব মিশিগানের মিডল্যান্ড কাউন্টি থেকে থাম্ব এবং দক্ষিণে মেট্রো ডেট্রয়েট সহ লেনাউই এবং মনরো কাউন্টি পর্যন্ত ১৭ টি কাউন্টি জুড়ে  বৃহস্পতিবার সকাল পর্যন্ত তুষারপাত হতে পারে। তারা বলছেন, কানাডা ও মিডওয়েস্ট থেকে মিশিগানের দিকে অগ্রসর হওয়া একটি ঝড় শীতল পরিস্থিতি তৈরি করবে।  আবহাওয়া বিভাগ জানিয়েছে, আধা ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে এবং কিছু কিছু জায়গায় ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। আবহাওয়া বিভাগের আবহাওয়াবিদ কাইল ক্লেইন বলেন,  তুষারপাতের ব্যান্ডটি ঠিক কোথায় বাতাস নেবে তা অনুমান করা যায় না, তবে আবহাওয়া পরিষেবা মনে করে যে ইন্টারস্টেট ৯৪ এবং এম-৫৯ এর মধ্যবর্তী অঞ্চলটি রাতারাতি আরও স্থায়ী তুষারপাত দেখতে পারে। এদিকে, বুধবার রাতে বাতাসের ঠান্ডা ০ থেকে -৫ ডিগ্রিতে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এনডব্লিউএসের রেকর্ড অনুযায়ী, এই মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ এবং গড় সর্বনিম্ন ২৫.৩। এদিকে, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩০-৪০ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হ্রদের প্রভাব তুষারপাত অব্যাহত থাকায় বৃহস্পতিবার ন্যূনতম তুষার জমার আশা করা হচ্ছে, আউটলুক জানিয়েছে।

 

বৃহস্পতিবার এলাকার উচ্চ তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রিতে থাকবে এবং পশ্চিমী বাতাস অব্যাহত থাকবে এবং বৃহস্পতিবার রাত পর্যন্ত বাতাসের শীতলতা এক অঙ্কে থাকবে। ক্লেইন বলেন, ‘বেশ ঠান্ডা পড়বে। সকাল থেকে বাতাসের ঠান্ডা প্রায় শূন্য বা সামান্য নেতিবাচক এবং বিকেলের মধ্যে একক অঙ্কে আরোহণের সাথে উচ্চতা কেবল ২০ এর কাছাকাছি হতে চলেছে। পরে নিম্নচাপটি ১৪-এর আশপাশে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্লেইন বলেন, ‘ইতিবাচক দিক হচ্ছে, বৃহস্পতিবার রাতে বাতাস কমে যাবে। পূর্বাভাসে সপ্তাহের বাকি দিনগুলিতে এবং সপ্তাহান্তে  আবহাওয়া বদলাবে। ক্লেইন বলেন, শুক্রবার বৃহস্পতিবারের চেয়ে কিছুটা উষ্ণ থাকবে এবং ২০এর উপরে উচ্চতা থাকবে এবং পুরো বাতাস হবে না, তাই এটি সাহায্য করবে। আমরা সপ্তাহান্তে নিম্ন ৪০ এর দশকে ফিরে যেতে শুরু করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানের প্রস্তুতি ও ইহদিনার শুভ উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত।

মিশিগানে ইমিগ্রেশন নিয়ে গুরুত্বপূর্ণ সভা – ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সিডনি বিশ্ববিদ্যালয়ে ৮০০ কোটি টাকা অনুদান দিলেন বাংলাদেশি রবিন খুদা

সহজ হচ্ছে গ্রিনকার্ড প্রাপ্তি

যে ভাষায় কথা বলেন কেবল দুই যমজ ভাই

এভারেস্টের চেয়ে ১০০ গুণ উঁচু পর্বত

গভর্নর পদের লড়াইয়ে নামছেন জোসেলিন বেনসন

মিশিগানের চালকরা ফেব্রুয়ারি থেকে দুটি নতুন ‘থ্রোব্যাক’ লাইসেন্স প্লেট পেতে পারেন

ট্রাম্পের গাজা মিশন কতটা সফল হবে

রাতেই সব জিম্মিকে না ছাড়লে নরকে পরিণত হবে গাজা: ট্রাম্প

১০

নিউইয়র্কে একুশের বইমেলা: ২১-২৩ ফেব্রুয়ারি

১১

শবেবরাতে মসজিদে নববীতে ঝুমবৃষ্টি

১২

ট্রাম্পের সঙ্গে ‘ব্রোমান্স’ ফেরানোর চেষ্টায় এবার নরেন্দ্র মোদী

১৩

ডেট্রয়টের সিনিয়রদের জন্য ঘর মেরামতের অনুদান: সুস্থ ও নিরাপদ থাকার উদ্যোগ

১৪

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পদে সিলেটের আব্দুল্লাহ

১৫

হান্টিংটন ব্যাংকের চেয়ারম্যানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

ওয়ারেনে নিউইয়র্ক হালাল ইটসের গ্র্যান্ড ওপেনিং

১৭

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “Fostering Innovation and Technology” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৮

লিঙ্কে ক্লিক ছাড়াই হ্যাকারদের দখলে ফোন, সতর্ক করল হোয়াটসঅ্যাপ

১৯

এবার আন্তর্জাতিক গণমাধ্যমে ‘ধানমন্ডি ৩২’

২০