বাংলা সংবাদ ডেস্ক
১ মার্চ ২০২৫, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে আর অস্ত্র দেবে না এবার আমেরিকা!

ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, তারা কিয়েভকে আর সামরিক সহায়তা না দেওয়ার বিষয়ে বিবেচনা করছেন।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বাগবিতণ্ডায় জড়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। জানা যায়, ট্রাম্প জেলেনস্কিকে যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে ছাড় দেওয়ার কথা বলেন। তবে জেলেনস্কি পুতিনকে খুনি বলে সম্বোধন করে ছাড় দিতে অস্বীকার করেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে বৈঠকটি বাতিল হয়। বাতিল করা হয় দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনও। এর পরপরই হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে বেরিয়ে যেতে দেখা যায়।

 

জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, জেলেনস্কি ‘যুক্তরাষ্ট্র ও এ দেশের শ্রদ্ধার জায়গা ওভাল অফিসকে (হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়) অসম্মান করেছেন। যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন, আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন। এদিনই হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ট্রাম্প প্রশাসন ইউক্রেনে সমস্ত সামরিক সহায়তা বন্ধ করার কথা বিবেচনা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, এই সিদ্ধান্তের ফলে ইউক্রেনে পাঠানোর অপেক্ষায় থাকা কোটি কোটি ডলারের রাডার, যানবাহন, গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র বন্ধ হয়ে যাবে।

 

হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসার পর জেলেনস্কি ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বেইয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে জেলেনস্কি অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আমি নিশ্চিত নই যে আমরা কিছু ভুল করেছি।’ তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিতর্কটি সাংবাদিকদের সামনে হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের বিরোধ উভয় পক্ষের জন্যই ক্ষতিকর। তবে তিনি সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা এখানে এসেছি কারণ আপনাদের জনগণ আমাদের জনগণকে রক্ষা করতে সাহায্য করছে।

 

এদিকে হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির তুমুল তর্ক-বিতর্কের চিত্র দেখে মুচকি হাসছে রাশিয়া। বাহবা দিচ্ছে ট্রাম্পকে। বাধ্য হয়ে ইউক্রেন এখন ইউরোপের সহায়তা চাচ্ছে। প্রস্তাব দিয়েছে ন্যাটোকে পাশ কাটিয়ে পৃথক বাহিনী গঠন করার। কিন্তু ফ্যান্স-জার্মানির মতো শক্তিশালী দেশগুলো জেলেনস্কির আহ্বানে সাড়া দেবে কি না সেটাই এখন বড় প্রশ্ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিজুয়েলা থেকে তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে এবার পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান

ইলন মাস্কের বিরুদ্ধে ওয়াশিংটনে বিক্ষোভ

পুনাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে শি জিনপিংয়ের সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ ইউরোপের তিন দেশের

ভারতের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের ‘এক্স’

এবার গাজার পাল্টা হামলায় কাঁপল ইসরায়েল

হামজাকে বাংলাদেশের মেসি বলে অভিহিত করলেন জামাল

মুসলিম হ্যান্ডস বাংলাদেশ কর্তৃক সিলেটে রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ

১০

ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী ছুটিতে যাচ্ছেন

১১

যায়যায়দিন নিয়ে সংবাদ সম্মেলন করতে এসে সাংবাদিকদের প্রশ্নে বিপর্যস্ত আয়োজকরা

১২

স্বাধীনতা পুরস্কারে জেনারেল ওসমানীর নাম বাদের কারণ জানাল প্রেস উইং

১৩

ছেলের সেমিস্টারের খরচ ৪০০ কোটি পাঠালেন বাংলাদেশি বাবা

১৪

হামট্রামেকের মেয়র আমের ঘালিবকে কুয়েতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

১৫

বাংলাদেশ সফরে দুই টেস্ট খেলবে এবার জিম্বাবুয়ে, সূচি ঘোষণা

১৬

নারী কাবাডিতে বাংলাদেশের এবার ‘প্রথম’ পদক

১৭

ট্রাম্পের এক নীতিতেই ওলটপালট বিশ্বব্যবস্থা

১৮

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে থাকবে এবার হাফটাইম শো

১৯

আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে জেলেনস্কি চিঠি পাঠিয়েছেন: ভাষণে জানালেন ট্রাম্প

২০