ঢাকায় উত্তাপ ঠেকাতে দুই লাখ গাছ লাগানোর ঘোষণা
বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী দুই বছরের মধ্যে দুই লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
ঢাকায় তীব্র তাপপ্রবাহের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএনসিসির সঙ্গে অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রকফেলার) মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
তাপপ্রবাহের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যক্রম পরিচালনার জন্য এশিয়ার প্রথম শহর হিসেবে ডিএনসিসিতে চিফ হিট অফিসার পদে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। মেয়র বলেন, ‘গাছ লাগানোর কোনো বিকল্প নেই৷ আমি ঘোষণা দিতে চাই, আগামী দুই বছরের মধ্যে আমি ঢাকা শহরে দুই লাখ গাছ লাগাব।
এ ক্ষেত্রে আমি কমিউনিটি, পাড়া-মহল্লা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, শিক্ষক—সবার সাহায্য চাই। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা তাপ সহনীয় জলবায়ুর জন্য কাজ করে যাব। এই অঞ্চলের অন্য শহরগুলোকেও এ জন্য উৎসাহিত করব।’
মন্তব্য করুন