বাংলা সংবাদ ডেস্ক
২১ জানুয়ারী ২০২৫, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিল করতে পারবেন ট্রাম্প?

দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই একগাদা নির্বাহী আদেশ জারি করে হইচই ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশে সই করার পর এখন লাখ লাখ অভিবাসীর সন্তান আতঙ্কে আছে। যে কোনো সময় তাদের ধরপাকড় করে স্ব স্ব দেশে ফেরত পাঠানো হতে পারে। মার্কিন সংবিধানে দেওয়া এই অধিকার বাতিলের জন্য এক দশক ধরে রাজনৈতিক প্রচার চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এবার সুযোগ হাতে পেয়ে কাজেও লাগালেন তিনি।

 

বাবা-মা অবৈধ অভিবাসী হলেও যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলেই যে কেউ দেশটির নাগরিকত্ব পেয়ে যান। জন্মস্থান সূত্রে নাগরিকত্বের এই বিধান মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমেই স্বীকৃতি দেওয়া হয়েছে। গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ১৮৬৬ সালে কংগ্রেস সংবিধানের এই চতুর্দশ সংশোধনী পাস করেছিল। দুই বছর পর ১৮৬৮ সালে সংশোধনীতে কিছুটা পরিবর্তন এনে জন্মস্থান সূত্রে নাগরিকত্বের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।

 

প্রেসিডেন্টসিয়াল নির্বাচনের প্রচারণায় নেমে সেই ২০১৫ সাল থেকেই এই জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিলের আওয়াজ তুলেছিলেন ট্রাম্প। ওই সময় একটি পলিসি পেপারে তিনি বলেছিলেন, অবৈধ অভিবাসনের সবচেয়ে বড় চৌম্বকীয় ক্ষেত্র হচ্ছে এই জন্মস্থান সূত্রে নাগরিকত্ব। ২০২৩ সালে একটি ভিডিওতে ট্রাম্প দাবি করেছিলেন, গর্ভাবস্থার শেষ কয়েক সপ্তাহ হোটেলে কাটিয়ে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেন অভিবাসীরা। এভাবে নাগরিকত্ব বাগিয়ে নেওয়ায় এটিকে তিনি বার্থ টুরিজম বলেও বর্ণনা করেছিলেন।

 

একবার সন্তান জন্ম দেওয়ার পর স্বজনদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসে এসব অভিবাসীরা। এই প্রক্রিয়াকে বলা হয় চেইন মাইগ্রেশন, যা ফ্যামিলি-বেসড মাইগ্রেশন নামেও পরিচিত। প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে এই জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিল করতে চেয়েছিলেন ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত এমন কিছুই করেননি তিনি। কেননা ওই সময় কোভিড-১৯ মহামারির প্রকোপ শুরু হয়েছিল। ট্রাম্প তার পুরো নজর সেই মহামারির পেছনে লাগিয়ে দেন।

 

জন্মস্থান সূত্রে নাগরিকত্ব দেবার এই নিশ্চিয়তাকে হাস্যকর বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প। তার দাবি, বিশ্বে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ, যেখানে জন্মস্থান সূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। যদিও সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সির ওয়ার্ল্ড ফ্যাক্টবুক বলছে, বিশ্বে প্রায় ৪০টি দেশ জন্মস্থান সূত্রে নাগরিকত্ব দিয়ে থাকে। সেই তালিকায় রয়েছে- অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, আর্জেন্টিনা, আজারবাইজান, বার্বাডোজ, বেলিজ, বলিভিয়া, ব্রাজিল, কানাডা, চিলি, কোস্টারিকা, কিউবা, ডমিনিকা, ইকুয়েডর, এল সালভেদর, গাম্বিয়া, গ্রানাডা, গুয়েতেমালা, গিনি-বিসাউ, গায়েনা, হন্ডুরাস, জামাইকা, লেসোথো, মরিশাস, মেক্সিকো, নেপাল, নিকারাগুয়া, পাকিস্তান, পানামা, প্যারাগুয়ে, পেরু, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেইন্ট লুসিয়া, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু, যুক্তরাষ্ট্র, উরুগুয়ে ও ভেনেজুয়েলা।

 

তবে নির্বাহী আদেশের মাধ্যমে সংবিধানের চতুর্দশ সংশোধনীর বাতিল করতে পারবেন না ট্রাম্প। সেটা তিনি নিজেও ভালো করে জানেন। আর তাই প্রয়োজনে সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দেন ট্রাম্প। কিন্তু সেটাও হয়ত ট্রাম্পের জন্য অসম্ভব হবে। কেননা মার্কিন প্রেসিডেন্ট এককভাবে সংবিধান সংশোধন করার ক্ষমতা রাখেন না। আবার সংবিধান সংশোধনের মাধ্যমে জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিল হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। কেননা এজন্য শুধু কংগ্রেসই নয় রাজ্যগুলোরও অনুমোদন পেতে হবে।

 

আবার মার্কিন সংবিধানের কোনো সংশোধনী বাতিলের ইতিহাসও ট্রাম্পের পক্ষে নেই। ইতিহাসে কেবল একবারই মার্কিন সংবিধানের সংশোধনী বাতিলের নজির রয়েছে। ১৯৩৩ সালে সংবিধানের ১৮তম সংশোধনী বাতিল করে একুশতম সংশোধনী যুক্ত করা হয়। তারপরও আশাবাদী ট্রাম্প ও তার ঘরনার রিপাবলিকান আইনপ্রণেতারা। জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য সংবিধানের সংশোধনের প্রয়োজনীয় কাজ শুরুর ঘোষণা দিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিশ্চিত থাকেন আমরা আপনাকে সমর্থন করব : ড. ইউনূসকে জার্মান চ্যান্সেলর

ভেঙে পড়ছে এবার বিশ্ব ব্যবস্থা!

গাজা থেকে আরও চার জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনিরা

জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিল করতে পারবেন ট্রাম্প?

জনগণ রায় দেবে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে কিনা: জামায়াত আমির

ট্রাম্প যুদ্ধ থামিয়ে বন্ধু বাড়াবেন, সমালোচকদের তদন্তের আওতায় আনবেন

প্রথম দিনেই বাইডেনের অনেক গুরুত্বপূর্ণ নীতি বাতিলের ঘোষণা ট্রাম্পের

ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার এবার ব্রিটিশ এমপিদের

১৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৫ হাজার কোটি টাকা

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ প্রচারের পর সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৃটিশ ব্যারিস্টারের কাছে যায় হাসিনা সরকার

১০

বন্ধের পরই টিকটক রক্ষায় সরব হলেন ট্রাম্প

১১

“টিকটক নিষিদ্ধ: যুক্তরাষ্ট্রে নতুন আইনে অ্যাপটি বন্ধ

১২

তরুণেরা কেন গণতন্ত্র ছেড়ে স্বৈরশাসকদের দিকে ঝুঁকছেন

১৩

যুদ্ধবিরতির প্রথম ধাপে ১ হাজার ৮৯০ এর বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল

১৪

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

১৫

এক দশকে ২০০ রোগীকে ‘যৌন নিপীড়ন’, মার্কিন চিকিৎসককে পেশা ছাড়ার নির্দেশ

১৬

গাজায় ইসরায়েলি নৃশংসতা অ্যান্টনি ব্লিঙ্কেনকে আজীবন তাড়িয়ে বেড়াবে: সাবেক মার্কিন কূটনীতিক

১৭

প্রেসিডেন্ট সি নন, কেন এবার চীনের ভাইস প্রেসিডেন্ট যাচ্ছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে

১৮

যুক্তরাষ্ট্রে আগামীকাল থেকে বন্ধ হয়ে যেতে পারে টিকটক

১৯

যোগ করা সময়ে নুনিয়েজের জোড়া গোল, লিভারপুলের স্বস্তির জয়

২০