গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ১ হাজার ৮৯০ জনের বেশি ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে ইসরায়েল। যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী দেশ মিসর শনিবার এই তথ্য জানিয়েছে।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপ হবে ৪২ দিনের, যা গাজার স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৩০ মিনিট থেকে কার্যকর হতে যাচ্ছে। যুদ্ধবিরতির আরেক মধ্যস্থতাকারী দেশ কাতারও প্রথম ধাপে গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা ৩৩ জিম্মিকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে। ইসরায়েলের বিচার মন্ত্রণালয় এর আগে বলেছে, রোববার ফিলিস্তিনের ৭৩৭ কারাবন্দী ও আটক ব্যক্তিকে ছাড়া হবে, তবে তা বেলা চারটার আগে নয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এসব জিম্মিদের মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজায় এখনো ৯৪ জন রয়ে গেছে, যাদের ৩৪ জন মারা গেছে বলে মনে করে ইসরায়েলের সেনাবাহিনী। গাজায় ১৫ মাসের যুদ্ধে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার একটি বড় অংশ নারী ও শিশু। অবরুদ্ধ উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ, তথা ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এমন এক দিনে গাজায় যুদ্ধবিরতি হতে যাচ্ছে যার পরের দিন তথা আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো ক্ষমতাগ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘সংকট নিরসনে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা এই ভূমিকার প্রশংসা করি।’ সহ-মধ্যস্থতাকারী কাতারকেও ধন্যবাদ জানিয়েছে মিসর।
মন্তব্য করুন