শেষ হল ইউরোর শেষ ষোলোর লড়াই। মঙ্গলবার (২ জুলাই) শেষ দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস-রোমানিয়া এবং অস্ট্রিয়া-তুরস্ক। যেখানে রোমানিয়াকে ৩-০ গোলে নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে তুরস্ক।
মাঝে দুইদিন বিরতির পর আগামী শুক্রবার (৫ জুলাই) শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে স্পেন ও স্বাগতিক জার্মানি। চলতি আসরে দুই দলই অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তার পাশাপাশি দুই দলই দুর্দান্ত ছন্দে রয়েছে। শেষ ষোলোতে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারে ওঠে জার্মানরা। আর জর্জিয়াকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে পা রাখে দে লা ফুয়েন্তের স্পেন।
একই দিন আরেক কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স। তার পরের দিন ইংল্যান্ড ও সুইজারল্যান্ড মুখোমুখি হবে আরেক কোয়ার্টার ফাইনাল ম্যাচে। একই দিন শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে লড়াই করবে নেদারল্যান্ডস ও তুরস্ক।
কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:
স্পেন-জার্মানি (৫ জুলাই)
পর্তুগাল-ফ্রান্স (৫ জুলাই)
ইংল্যান্ড-সুইজারল্যান্ড (৬ জুলাই)
নেদারল্যান্ডস-তুরস্ক (৬ জুলাই)
মন্তব্য করুন