যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন অব মিশিগান (বিএফএএম)র ৩১৩ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।
রবিবার (১৬ জুলাই) ডেট্রয়েটের জেইন ফিল্ড স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ এই ফানালে ব্লেজিং টাইগারকে হারিয়ে শিরোপা জিতে নেয় মিশিগান ইউনাইটেড।
এর আগে গত শুক্রবার (১৪ জুলাই) ডেট্রয়েটের জেইন ফিল্ড স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছিলো টুর্নামেন্টের দ্বিতীয় এ আসর।
দ্বিতীয় আসরে মোট ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো, মিশিগান ইউনাইটেড, ব্লেজিং টাইগার্স, ওয়ারেন এফসি, ইন্টার মিশিগান, ডেট্রয়েট অ্যাভেঞ্জার্স, সানডে এফসি, সিলেট ইউনাইটেড ও টিম কানাডা।
টুর্নামেন্টের শেষ দিন অর্থাৎ ফাইনালের দিনটি ছিলো অত্যান্ত আনন্দদায়ক ফুটবল ম্যাচ দিয়ে পরিপূর্ণ। অংশগ্রহণকারী দলগুলো দৃঢ় সংকল্প নিয়ে মাঠে নামে।
প্রত্যেক দলই তাদের সেরা ফুটবল দক্ষতা প্রদর্শন করে মাঠভর্তি দর্শককে মাতিয়ে রাখে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় পক্ষের আক্রমণ পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে মিশিগান ইউনাইটেড।
প্রতিপক্ষ ব্লেজিং টাইগার্সকে ৩-০ গোলে পরাজিত করে বিএফএএম ৩১৩ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের শিরোপা জিতে নেয় তারা।
দলের হয়ে তিনটি গোল করেন যথাক্রমে শিব্বির, জুনেদুল ও আবেদুর। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
এর আগে গত শনিবার (১৫ জুলাই ) ২টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে ওয়ারেন এফসি মোকাবেলা করে মিশিগান ইউনাইটেড’র। চৌকস খেলোয়ার শিব্বিরের দেয়া গোলে মিশিগান ইউনাইটেড’র জয় নিশ্চিত হয়।
দ্বিতীয় সেমিফাইনালে ইন্টার মিশিগানের বিপক্ষে মাঠে নামে ব্লেজিং টাইগার্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় দলের হয়ে একমাত্র গোল করে ফাইনাল নিশ্চিত করেন ব্লেজিং টাইগার্সের পরিশ্রমী খেলোয়াড় সুলতান।
প্রথম দিনের রোমাঞ্চকর লড়াইয়ে, ব্লেজিং টাইগাররা বর্তমান চ্যাম্পিয়ন মিশিগান ইউনাইটেডের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করেছিলো। ওয়ারেন এফসি এবং ইন্টার মিশিগানের মধ্যে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
এছাড়া মিশিগান ইউনাইটেড এবং ডেট্রয়েট অ্যাভেঞ্জার্সের মধ্যের খেলাটি ০-০ গোলে টাইয়ের সাথে সমাপ্ত হয়। একইভাবে সানডে এফসি এবং সিলেট ইউনাইটেডের মধ্যকার ম্যাচটিও গোলশূন্য ড্রতে শেষ হয়েছিলো।
বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন অব মিশিগান (বিএফএএম)র ৩১৩ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় এই আসর পরিচালনা কমিটিতে ছিলেন পাপ্পু দাস, শেখর দেব, কৃষ্ণ দাস, সুমন, আজমল, রুম্মান আহমেদ, হুমায়ুন মিয়া ও জুনেদুল সিদ্দিকী। এছাড়াও টুর্নামেন্টের উপদেষ্ট কমিটিতে ছিলেন, শাহিন, লেবু, ইসমাইল ও ফরহাদ ।
আয়োজকদের পক্ষ থেকে শেখর দেব জয় জানান, অত্যান্ত আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন অব মিশিগান (বিএফএএম)র দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান শেখর দেব। পাশাপাশি রানার্সআপসহ টুর্নামেন্টে অংশ নেয়া সকল দলকে শুভেচ্ছা জানানো হয় অত্যান্ত সুন্দর ও আকর্ষণীয় খেলা উপহার দেয়ার জন্য।
শেখর বলেন, প্রবাসীদের জন্য প্রতি বছর এই আয়োজন এক অনন্য বিনোদন বয়ে আনে। বিশেষ করে কমিউনিটির ইয়াং জেনারেশনকে খেলাধুলায় উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। আমরা সকলকে আহবান জানাই, আসুন অংশগ্রহণকারী দলগুলিকে উত্সাহিত করি, প্রতিযোগিতার মনোভাব উদযাপনের সাথে একটি অবিস্মরণীয় পরিবেশ তৈরি করি।
মিশিগান নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন