বাহরাইনে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী আমিরা সৈয়দের সাফল্য অর্জনের সংবাদ বাহরাইনের জাতীয় পত্রিকা গাল্ফ ডেইলি নিউজসহ বিভিন্ন গনমাধ্যমে উঠে এসেছে।
ইন্ডিয়ান স্কুল শিক্ষা বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) কর্তৃক এসএসসি (২০২১-২২) শিক্ষা বর্ষের ফলাফল প্রকাশিত হয়, এতে বাংলাদেশি শিক্ষার্থী আমিরা সৈয়দ সর্বোচ্চ ৯৮.২ পয়েন্ট পেয়ে ইবনে আল হাইথাম ইসলামিক স্কুলে প্রথমস্থান অর্জন করেন।
সিবিএসই বোর্ড নিয়ন্ত্রিত সকল প্রতিষ্ঠান থেকে সমগ্র বাহরাইনে আমিরা সৈয়দ তৃতীয়স্থানে রয়েছেন।
আমিরার এই অর্জনে তার পরিবার ও প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত।
আমিরা ভবিষ্যতে একজন ডাক্তার হবেন এমনটাই স্বপ্ন দেখছে সে ও তার পরিবার ।
আমিরা সৈয়দ বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের সৈয়দ মোহাম্মদ লোকমানের মেজ মেয়ে।
মন্তব্য করুন