আমিন একশনের উদ্যোগে গত ২৭ অক্টোবর রোববার মিশিগানের ওয়ারেনস্থ আল-ইহসান বেনকোইট হলে আগামী নির্বাচনে গ্রীন পার্টির প্রার্থীদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রার্থীদের মধ্যে গ্রীন পার্টির সিনেট পদপ্রার্থী ডাগলস মার্স, ৬ নম্বর ডিস্ট্রিক্টে কংগ্রেস পদপ্রার্থী ক্লাইড সাবাজ, ওয়েনস্টেইট ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নর পদপ্রার্থী ড. সামী মকবুলসহ আরো কয়েকজন প্রার্থী উপস্থিত ছিলেন।
আমিন একশনের বোর্ড মেম্বার ইঞ্জিনিয়ার মাসুদ হোসেনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সভার শুরু হয়। ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদের সঞ্চালনায় প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরে এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন। সভায় প্রার্থীরা গণহত্যা বন্ধ এবং সকল ধরনের যুদ্ধ বন্ধ করতে একমত হন। সভায় উপস্থিত অতিথিরা প্রার্থীদেরকে নানান বিষয়ে প্রশ্ন করেন।
মন্তব্য করুন