বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
১৮ ডিসেম্বর ২০২৫, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন সেনেটে ৯০১ বিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা বিল অনুমোদন

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস করা হয়েছে। ২০২৬ অর্থবছরের জন্য এ বিল পাস করা হয়। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারগুলোর পাশাপাশি মার্কিন সামরিক ক্ষমতার ওপর কংগ্রেসের নজরদারি বজায় রাখার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) নামের এই বিলটি বুধবার সিনেটে ৭৭-২০ ভোটে অনুমোদিত হয়। এর আগে গত মাসে প্রতিনিধি পরিষদে পাস হওয়া একই বিল গ্রহণ করা হয়। এখন এটি প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে।

বিলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের উদ্যোগে, কিছু রিপাবলিকানের সমর্থনে, ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে প্রশাসনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিল অনুযায়ী, ন্যাটো মিত্রদের সঙ্গে পরামর্শ ছাড়া এবং তা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে—এমন সিদ্ধান্ত ছাড়া ইউরোপে মার্কিন সেনা সংখ্যা ৭৬ হাজারের নিচে নামানো যাবে না। বর্তমানে ইউরোপে সাধারণত ৮০ হাজার থেকে এক লাখ মার্কিন সেনা মোতায়েন থাকে। একইভাবে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা সংখ্যা ২৮ হাজার ৫০০-এর নিচে নামানোও নিষিদ্ধ করা হয়েছে।

কংগ্রেস ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের আওতায় ৮০০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে। এ অর্থ আগামী দুই বছরে প্রতি বছর ৪০০ মিলিয়ন ডলার করে ছাড় করা হবে। পাশাপাশি ইউক্রেনের জন্য অস্ত্র উৎপাদনে আরও বছরে ৪০০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এটি ইউরোপের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে বিলটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্ব দিয়েছে। এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাব মোকাবিলায় তাইওয়ান সিকিউরিটি কো-অপারেশন ইনিশিয়েটিভের জন্য ১ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। বিলে ইসরায়েলের জন্য ৬০০ মিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা অনুমোদন করা হয়েছে, যার মধ্যে আয়রন ডোমসহ যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির অর্থায়ন রয়েছে। এ বিষয়ে কংগ্রেসে দীর্ঘদিন ধরেই দ্বিদলীয় সমর্থন রয়েছে।

 

 

এনডিএএ মার্কিন সামরিক কার্যক্রমে রিপোর্টিংয়ের বাধ্যবাধকতা বাড়িয়েছে। বিশেষ করে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে চোরাচালান ও মানবপাচার সন্দেহে চালানো হামলা সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কংগ্রেসকে বিস্তারিত তথ্য দিতে হবে বলে বিলে ‍উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার কাছে আন্তর্জাতিক জলসীমায় কথিত মাদক পাচারকারী নৌকায় মার্কিন হামলার ভিডিও ফুটেজ সরবরাহের বিষয়েও চাপ বাড়ানো হয়েছে। গত সেপ্টেম্বরে এমন এক হামলায় দুজন নিহত হওয়ার পর থেকেই নজরদারি জোরদারের দাবি ওঠে।

 

 

বিলটি ২০০৩ সালের ইরাক যুদ্ধের অনুমোদন এবং ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের অনুমোদন বাতিল করেছে। উভয় দলের সমর্থকদের মতে, এতে ভবিষ্যতে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক অভিযানের ঝুঁকি কমবে। এ ছাড়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের সিদ্ধান্তও অন্তর্ভুক্ত রয়েছে। সমর্থকদের মতে, এতে সিরিয়ার পুনর্গঠনে সহায়তা মিলবে।

 

 

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির মৃত্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শোক প্রকাশ

মার্কিন সেনেটে ৯০১ বিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা বিল অনুমোদন

সরকারি প্রাথমিক পর্যায়ে মেধা যাচাই পরীক্ষা স্থগিত এক মাস

সংগ্রাহকদের আগ্রহে এক সেন্টের তিন মুদ্রার দাম ছুঁল ৮ লাখ ডলার

নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

ট্রাম্পের সমর্থন ৩৯%-এ নেমে এসেছে, অর্থনীতি নিয়ে অসন্তুষ্টি: রয়টার্স/ইপসোস জরিপ

আগ্নেয়াস্ত্র লাইসেন্স বিতরণ: প্রার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা কতটুকু

চ্যাটজিপিটিকে অপারেটিং সিস্টেমে রূপ দেওয়ার পরিকল্পনায় ওপেনএআই

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো আরও ৫ দেশ

কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন জীবন পাচ্ছে বন্ধ হয়ে যাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১০

এনইআইআর চালুতে বিলম্ব, ১ জানুয়ারি থেকে কার্যকরের সিদ্ধান্ত

১১

কাল ঢাকায় পর্দা উঠছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার

১২

হাদিকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করেছে সিঙ্গাপুরে

১৩

এশিয়া নিয়ে ট্রাম্পের নতুন কৌশল, কী বোঝা যাচ্ছে

১৪

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল দূতাবাস

১৫

ব্রিটেনে নাগরিকত্ব সংকটে পড়তে পারেন লাখ লাখ মুসলিম

১৬

চীনে এআই প্রযুক্তি রপ্তানির অভিযোগে ২ মার্কিন ব্যবসায়ী আটক

১৭

সাংবাদিক আনিস আলমগীর ডিবি কার্যালয়ে, কারণ জানাল কর্তৃপক্ষ

১৮

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ, শোক প্রকাশ জাতিসংঘ মহাসচিবের

১৯

এপস্টেইন ও একাধিক নারীর সঙ্গে নতুন ছবি প্রকাশ, পাত্তা দিচ্ছেন না ট্রাম্প

২০