বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি প্রাথমিক পর্যায়ে মেধা যাচাই পরীক্ষা স্থগিত এক মাস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষা ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) রুলসহ এ আদেশ দেন।

 

 

 

এ-সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১১ নভেম্বর স্মারকের (১৯ নভেম্বর স্বাক্ষরিত) কার্যক্রম স্থগিত করেছেন উচ্চ আদালত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই স্মারকে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি জানায়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন ও দুজন অভিভাবক ১০ ডিসেম্বর ওই রিটটি করেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিয়াজ মোর্শেদ। আদেশের বিষয়টি জানিয়ে তিনি আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন। ফলে পরীক্ষা হচ্ছে না। শুধু সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের ওই মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছে, যা হাইকোর্টের গত ৩ নভেম্বর দেওয়া রায়ের লঙ্ঘন।’

 

 

 

এর আগে শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাই এক স্মারকে জানায়। ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৩ নভেম্বর হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের রায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই সিদ্ধান্ত (গত ১৭ জুলাই) বাতিল ঘোষণা করেন। পাশাপাশি ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরিচালনা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যোগ্য শিক্ষার্থীদের সুযোগ দিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে বলা হয়। এ লক্ষ্যে ১৫ দিনের মধ্যে চিঠি ইস্যু করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়। এই রায় স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিভ টু আপিল করে। লিভ টু আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।

 

 

 

 

 

এ অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১১ নভেম্বর উল্লেখ করে, ওই স্মারক (১৯ নভেম্বর ২০২৫ স্বাক্ষরিত) প্রকাশ করে বলে জানান রিট আবেদনকারীদের আইনজীবী নিয়াজ মোর্শেদ। তিনি প্রথম আলোকে বলেন, সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে তারিখ ছিল, সেই তারিখ ধরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে। বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের বাদ দিতে চতুরতার সঙ্গে এ ক্ষেত্রে শুধু পরীক্ষার নাম পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবী নিয়াজ মোর্শেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির মৃত্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শোক প্রকাশ

মার্কিন সেনেটে ৯০১ বিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা বিল অনুমোদন

সরকারি প্রাথমিক পর্যায়ে মেধা যাচাই পরীক্ষা স্থগিত এক মাস

সংগ্রাহকদের আগ্রহে এক সেন্টের তিন মুদ্রার দাম ছুঁল ৮ লাখ ডলার

নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

ট্রাম্পের সমর্থন ৩৯%-এ নেমে এসেছে, অর্থনীতি নিয়ে অসন্তুষ্টি: রয়টার্স/ইপসোস জরিপ

আগ্নেয়াস্ত্র লাইসেন্স বিতরণ: প্রার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা কতটুকু

চ্যাটজিপিটিকে অপারেটিং সিস্টেমে রূপ দেওয়ার পরিকল্পনায় ওপেনএআই

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো আরও ৫ দেশ

কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন জীবন পাচ্ছে বন্ধ হয়ে যাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১০

এনইআইআর চালুতে বিলম্ব, ১ জানুয়ারি থেকে কার্যকরের সিদ্ধান্ত

১১

কাল ঢাকায় পর্দা উঠছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার

১২

হাদিকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করেছে সিঙ্গাপুরে

১৩

এশিয়া নিয়ে ট্রাম্পের নতুন কৌশল, কী বোঝা যাচ্ছে

১৪

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল দূতাবাস

১৫

ব্রিটেনে নাগরিকত্ব সংকটে পড়তে পারেন লাখ লাখ মুসলিম

১৬

চীনে এআই প্রযুক্তি রপ্তানির অভিযোগে ২ মার্কিন ব্যবসায়ী আটক

১৭

সাংবাদিক আনিস আলমগীর ডিবি কার্যালয়ে, কারণ জানাল কর্তৃপক্ষ

১৮

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ, শোক প্রকাশ জাতিসংঘ মহাসচিবের

১৯

এপস্টেইন ও একাধিক নারীর সঙ্গে নতুন ছবি প্রকাশ, পাত্তা দিচ্ছেন না ট্রাম্প

২০