আখতার আহমেদ আরও বলেন, ‘দ্বিতীয় জিনিসটা হলো, এই অনুমতির সঙ্গে আচরণবিধির আপাতত কোনো বিরোধ দেখছি না। যদি মনে করা হয়, আচরণবিধির কোনো জায়গার সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করব আমরা।’ ভোটের আগে বৈধ অস্ত্র জমা নেওয়ার বিধির কথা বললে ইসি সচিব বলেন, ‘এটা সময়ের ব্যাপার। কী করা হবে, হবে না, এগুলো সময়ের সাথে সাথে আসবে। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে, তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনায় নেওয়া হবে, তখন ব্যবস্থা নেওয়া হবে।’
|
১৮ ডিসেম্বর, ২০২৫