এফএ কাপের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির পর ডেডলক ভেঙে এগিয়ে যায় ইউনাইটেড। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ বেগ পেতে হয়নি আর্সেনালের। শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ ব্যবধানে ম্যাচ জেতে রেড ডেভিলরা।
রোববার (১২ জানুয়ারি) লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে একএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-ইউনাইটেড। ম্যাচের ৪০তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন আর্সেনাল স্ট্রাইকার জেসুস। প্রথমার্ধে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ইউনাইটেড। গারনাচোর পাস থেকে গোল করে লিড এনে দেন ব্রনো ফার্নান্দেস। তবে কিছুক্ষণ পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেড ডিফেন্ডার ডালট। এরপর ১০ জনের প্রতিপক্ষ দলকে চেপে ধরে আর্সেনাল। তার ফলও পেয়ে যায় দ্রæত। ৬৩তম মিনিটে বক্সে ইউনাইটেডের গোলরক্ষক ও রক্ষণের খেলোয়াড়রা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে, পোস্টকে পেছনে রেখে দারুণ এক শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল।
বাকি সময়ে দুই দলই বেশকিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নায়ক বনে যান ইউনাইটেডের গোলরক্ষক বেয়ান্দির।
সূত্রঃ এসএম
মন্তব্য করুন