২০২৩ সালের ফেব্রুয়ারিতে ১০০ ট্রফির মাইলফলক স্পর্শ করেছিল রিয়াল মাদ্রিদ। এরপর গত দুই বছরে আরও সমৃদ্ধ হয়েছে দলটির ট্রফি ক্যাবিনেট। তবে কাছাকাছি গিয়েও ১০০ ট্রফি জয়ের অপেক্ষা যেন শেষ হচ্ছিল না রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। অবশেষে সেই অপেক্ষা ফুরোল তাদের। রিয়ালকে হারিয়েই এবার ১০০ ট্রফির মাইলফলক স্পর্শ করেছে কাতালান ক্লাবটি।
গতকাল রাতের আগপর্যন্ত আঞ্চলিক ট্রফি বাদ দিয়ে বার্সার ট্রফির সংখ্যা ছিল ৯৯। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে নিজেদের শততম ট্রফিটি জিতে নিল কাতালান ক্লাবটি।
ফিফা ক্লাব বিশ্বকাপ ৩ক্লাব হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ১২৫ বছর পর এসে কাঙ্ক্ষিত এই তিন অঙ্কের দেখা পেল ইউরোপের অন্যতম সেরা এই ফুটবল পরাশক্তি। এই ট্রফি দিয়ে মাইলফলক স্পর্শ করার পাশাপাশি শিরোপা–খরাও ঘোচাল বার্সা। আগের মৌসুমটা খালি হাতেই কেটেছিল তাদের। সর্বশেষ ২০২৩ সালের মে মাসে লা লিগা জিতেছিল বার্সা। জেদ্দার দুর্দান্ত পারফরম্যান্সে সুপার কাপের শিরোপার সংখ্যায়ও রিয়ালের সঙ্গে দূরত্ব বাড়াল বার্সা। এখন পর্যন্ত প্রতিযোগিতার সর্বোচ্চ ১৪ শিরোপা জিতেছে তারা। গত রাতের ফাইনালে জিতলে বার্সাকে ছুঁয়ে ফেলত রিয়াল। কিন্তু রিয়ালকে সেই লক্ষ্য পূরণ করতে দিল না হান্সি ফ্লিকের দল। শিরোপা পুনরুদ্ধার করে পার্থক্যটা আরেকটু বাড়িয়ে নিল তারা।
১০০ শিরোপা জেতার পথে বার্সা সবচেয়ে বেশিবার হাতে তুলেছে কোপা দেল রের ট্রফি। এই প্রতিযোগিতা ৩১ বার জিতেছে তারা। দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি দলটি জিতেছে লা লিগায়, ২৭ বার। এ ছাড়া ১৫ বার স্প্যানিশ সুপার কাপ, ৫ বার চ্যাম্পিয়নস লিগ এবং ৫ বার উয়েফা সুপার কাপও জিতেছে বার্সা। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে বার্সা ও রিয়াল ছাড়া ১০০ শিরোপা জেতার রেকর্ড নেই অন্য কোনো দলের।
মন্তব্য করুন