মিশিগান বাংলাদেশি-অ্যামিরিকান ডেমোক্রেটিক ককাসের (এমআই-বিএডিসি) বোর্ডের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারী মিশিগান ডেমোক্রেটিক পার্টির স্টেট কনভেনশন ও নির্বাচনকে ঘিরে শনিবার দুপুরে ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে এক সভায় মিলিত হন বিএডিসি নেতারা। সভায় এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদ, বোর্ড অব ট্রাস্টি ও বিভিন্ন কনগ্রেসনাল ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক স্টেট সেনেটর কার্টিস হার্টেল। কার্টিস ২০২৪ সালের নির্বাচনের পরাজয় থেকে শিক্ষা নিয়ে দলকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি দেন। তিনি সকল বর্ণ ও কমিউনিটির ইস্যু নিয়ে কাজ করবেন বলে ঘোষণা দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমআই-বিএডিসির প্রতিষ্ঠাতা ও মিশিগান ডেমোক্রেটিক পার্টির বর্তমান ভাইস চেয়ারম্যান ড. শাহীন নাজমুল হাসান। তিনি আসন্ন মিশিগান ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাচনে কার্টিস হার্টেল পরিষদ থেকে গুরুত্বপূর্ণ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। ড. শাহীন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এমআই-বিএডিসির প্রেসিডেন্ট মোহাম্মদ সোলায়মান বাহারের সভাপতিত্বে, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাদেকুর রহমান সুমন ও সেক্রেটারি জেনারেল কাউসার মাশকুরের সঞ্চালনায় বোর্ডের এই সভায় আসন্ন মিশিগান স্টেট কনভেনশন ও নির্বাচন সামনে রেখে সদস্য সংগ্রহ ও নবায়ন নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় এমআই-বিএডিসির নেতৃবৃন্দ ড. শাহীন ও কার্টিস হার্টেল পরিষদকে জয়যুক্ত করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত অনুমোদন করেন। সভায় ড. শাহীনের নিরলস প্রচেষ্টায় আমেরিকার মূল ধারার রাজনীতিতে মিশিগান বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিকে সম্পৃক্ত করার বিশেষ অবদানের কথা স্মরণ করে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটির কাউন্সিলর ও এমআই-বিএডিসির প্রাক্তন সভাপতি মুহিত মাহমুদ, বিএডিসির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক কাউন্সিলর নাঈম চৌধুরী, এমআই-বিএডিসির ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আহাম্মেদ, ভাইস প্রেসিডেন্ট বকুল তালুকদার, বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. জাকিরুল হক টুকু, ড. মোহাম্মদ আজিম ও মন্জুর শাফি এলিম, কোষাধ্যক্ষ কাউসার দেওয়ান, এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি সাব্বির আহাম্মদ, সেক্রেটারি জিয়াউদ্দিন জয়, সেক্রেটারি হাসিব ভুঁইয়া, সেক্রেটারি বাবুল মিয়া, সেক্রেটারি আরিফ নাগর, ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান আজিজ চৌধুরী, সেক্রেটারি দেলোয়ার আনসার, কো-চেয়ারম্যান মোস্তাক চৌধুরী, কো-চেয়ারম্যান আবুল আজাদ, কো-চেয়ারম্যান মো. খালেদ ও কো-চেয়ারম্যান লুৎফর রহমান, উপদেষ্টা চৌধুরী ইবনে কামাল, উপদেষ্টা হাফিজ রহমান, উপদেষ্টা ফখরুল ইসলাম বাচ্চু, উপদেষ্টা মানুন খান, উপদেষ্টা মো. শাহজাহান হিটলার, প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি তোফায়েল রেজা প্রমুখ।
মন্তব্য করুন