ইসরায়েলের পর এবার ফিলিস্তিন কর্তৃপক্ষও আল-জাজিরার সম্প্রচার বন্ধ করেছে। তবে অবরুদ্ধ গাজা উপত্যকায় এর প্রভাব পড়বে না, কারণ সেখানকার সরকার চারায় হামাস। ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত পশ্চিম তীর ও জেরুজালেমের কিছু অংশে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরা বন্ধের এ আদেশে বলা হয়েছে যে, সিদ্ধান্তটি সাময়িক, কিন্তু অস্থায়ী এ আদেশ কবে শেষ হবে সেই তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি। এর আগে গত সপ্তাহে ইসরায়েল অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী উত্তেজনার খবর কভারেজের জন্য চ্যানেলটির সমালোচনা করেছিল ফিলিস্তিন কর্তৃপক্ষ।
ফিলিস্তিন কর্তৃপক্ষের দাবি, কাতারভিত্তিক এ চ্যানেলের সম্প্রচারের উপাদান ‘প্রতারণামূলক এবং বিবাদকে বাড়িয়ে দিচ্ছে’।
এই সিদ্ধান্তের সমালোচনা করেছে আল-জাজিরা। তারা বলছে, ‘এটা দুঃখজনক যে সেখানকার বিবাদমান পরিস্থিতি সম্প্রচারে আমাদের বাধা দেওয়া হচ্ছে। ফিলিস্তিন কর্তৃপক্ষও ইসরায়েলের মতো করে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল।’
মন্তব্য করুন