বাংলা সংবাদ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের পরিকল্পনা কি এবার বাতিল করল রাশিয়া

প্রায় তিন বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ থামাতে একটি পরিকল্পনা করেছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে বলা হয়েছিল, পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় ইউক্রেনের সদস্যপদ না দেওয়ার বিনিময়ে রাশিয়াকে এই যুদ্ধ বন্ধ করতে হবে। তবে ট্রাম্পের ওই পরিকল্পনা নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যমে এমন তথ্যই জানানো হয়েছে।

 

যুক্তরাষ্ট্রে গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধে মার্কিন প্রশাসন যে বিপুল পরিমাণ অর্থ ঢালছে, বরাবরই তার বিরুদ্ধে ছিলেন তিনি। ক্ষমতায় বসার পর মাত্র এক দিনের মধ্যে এই যুদ্ধ থামানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে যুদ্ধবিরতির জন্য তাঁর পরিকল্পনার মূল একটি শর্ত রাশিয়া পায়ে ঠেলার পর বিশ্লেষকদের অনেকের আশঙ্কা, নিজের শর্তমতো এই যুদ্ধের ইতি টানতে চাইছে মস্কো। চলুন, দেখে নেওয়া যাক ট্রাম্পের পরিকল্পনায় কী ছিল, রাশিয়া এ নিয়ে কী বলছে এবং কেন তারা এ পরিকল্পনা বাতিল করল।

 

উক্রেন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কী
ইউক্রেন যুদ্ধ থামাতে নিজের পরিকল্পনা নিয়ে বিশদ কিছু সামনে আনেননি ট্রাম্প। গত সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি আপনাকে এই পরিকল্পনা সম্পর্কে জানাতে পারছি না। কারণ, যদি জানাই, তাহলে সেগুলো কাজে লাগাতে পারব না। সেগুলো ব্যর্থ হবে। তবে মার্কিন নির্বাচনের পরদিন গত ৬ নভেম্বর সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছিল, ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনা অংশ হিসেবে ন্যাটোয় ইউক্রেনের সদস্যপদ পাওয়া ২০ বছরের জন্য পিছিয়ে দেওয়া হবে।

 

ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছিলেন। তাঁর ভাষ্যমতে, বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে সীমান্ত রয়েছে, সেখানে একটি ‘অসামরিক অঞ্চল’ গড়ে তোলা হবে, যেন রাশিয়া নতুন করে হামলা চালাতে না পারে। এ ছাড়া পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেনে রাশিয়ার দখল করা কিছু অংশ কিয়েভকে ছেড়ে দিতে হবে বলেও জানান ভ্যান্স। এর মধ্যে রয়েছে লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলের কিছু অংশ।

 

এক গণভোটের মাধ্যমে এই অঞ্চলগুলো এরই মধ্যে রাশিয়া তার নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। গত ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত জেনারেল কেইথ কেলগকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিজের বিশেষ দূত হিসেবে মনোনীত করেন ট্রাম্প। এর আগে গত এপ্রিলে একটি কৌশলপত্র লিখেছিলেন তিনি। তাতে বলা হয়েছিল, কিয়েভ যদি মস্কোর সঙ্গে শান্তি চুক্তিতে যেতে রাজি হয়, তাহলেই কেবল ইউক্রেনকে অস্ত্রসহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ওই কৌশলপত্রে আরও বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য রাশিয়া যদি শান্তি আলোচনায় অংশ নেয়, তাহলে দেশটির ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে। একই সঙ্গে আপাতত ইউক্রেনের সদস্য হওয়ার পথ বন্ধ রাখতে পারে ন্যাটো।

 

রাশিয়া কী বলেছে?
যুদ্ধবিরতির চুক্তির জন্য শুধু ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ না দেওয়াটা যথেষ্ট নয় বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন। ২৬ ডিসেম্বর বছর শেষ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও ন্যাটোয় ইউক্রেনের সদস্যপদ পাওয়া ১০ থেকে ১৫ বছর পেছানোর কথা বলেছিলেন। সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে সেদিন পাল্টা প্রশ্ন করে পুতিন বলেছিলেন, ‘আজ, কাল বা ১০ বছর—এটা আমাদের জন্য কিই–বা পরিবর্তন আনবে?’ এরপর গত রোববার রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও পুতিনের মতো ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছেন।

 

তাসকে লাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতিনিধিদল যুদ্ধবিরতির বিনিময়ে ন্যাটোয় ইউক্রেনের সদস্যপদ ২০ বছর পেছানোর কথা বলেছে। এ ছাড়া ইউক্রেনে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সামরিক বাহিনীর সদস্যদের শান্তি রক্ষার জন্য মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। তবে এসব প্রস্তাবে সন্তুষ্ট নয় রাশিয়া। ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ইঙ্গিত পাননি বলেও জানিয়েছেন লাভরভ। তাঁর ভাষ্যমতে, আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। তার আগপর্যন্ত মস্কোর সঙ্গে যেকোনো ধরনের আনুষ্ঠানিক কার্যকলাপের বৈধতা রয়েছে শুধু বাইডেনের বিদায়ী প্রশাসনের।

 

রাশিয়া কী করবে
ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পুতিন ‘ধাপ্পাবাজি’ করছেন বলে মনে করেন গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের রাশিয়া অ্যান্ড ইউরেশিয়া প্রোগ্রামের সহযোগী টিমোথি অ্যাশ। আল-জাজিরাকে তিনি বলেন, পুতিন একটি চুক্তিতে যেতে চান। কারণ, এত মানুষ নিহত হওয়ার পর দীর্ঘ এই যুদ্ধে টিকে থাকার সক্ষমতা নেই তাঁর। আর জেডি ভ্যান্স যেমনটি বলেছেন, সে অনুযায়ী যদি ইউক্রেনে নিজেদের দখলে থাকা এলাকাগুলো রাশিয়া চূড়ান্তভাবে দখলে রাখার প্রস্তাব পায়, তাহলে তা গ্রহণ করতে পারে মস্কো।

 

টিমোথি অ্যাশ বলেন, ট্রাম্প শক্তিশালী অবস্থানে রয়েছেন। অপর দিকে পুতিনের অবস্থান দুর্বল। ট্রাম্প দীর্ঘদিন ধরে যুদ্ধে টিকে থাকতে পারবেন। কারণ, এই যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির মাধ্যমে বিপুল অর্থ আয় করে। আর এখানে যুক্তরাষ্ট্রের সেনাদের হতাহত হওয়ার সম্ভাবনাও নেই। আশা করা যাচ্ছে, ট্রাম্প এটা বুঝবেন।

 

সুত্রঃ আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিন আল-জাজিরার সম্প্রচার এবার বন্ধ করে দিলো

২০২৪ বিদায়, বিশ্বজুড়ে ‘উত্তাপ’ রেখে গেলো

সিংহে ভরা জঙ্গল থেকে ৫ দিন পর ৮ বছরের শিশুকে জীবিত উদ্ধার!

এক্সে ইলন মাস্কের নাম পরিবর্তন, ব্যাপক জল্পনা

সিলেটে শাহ্ মোঃ সফিনূর সম্পাদিত “পানি লাগবো পানি” গ্রন্থের মোড়ক উন্মোচন

দোয়া মাহফিল আজ: মরহুম রুহুল হুদা মুবিনকে স্মরণে আলোচনা সভা

নতুন বছরের পার্টিতে মাস্কের সাথে, ট্রাম্প ঘোষণা করলেন তিনি জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন

নববর্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

হাসিনার মতো ‘ঘনিষ্ঠ মিত্রকে’ বিসর্জন দেবে না ভারত

ফেডারেল সরকার ব্যবস্থা ও রাজনৈতিক দলের গণতন্ত্রায়নের দাবি: সংবিধান ও নির্বাচন কমিশনের কাছে প্রস্তাবনা

১০

নাশকতা নয়, সচিবালয়ে অগ্নিকাণ্ড বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে

১১

ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের পরিকল্পনা কি এবার বাতিল করল রাশিয়া

১২

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এবার প্রধান উপদেষ্টার নির্দেশ

১৩

বিপিএলে হার দিয়ে শুরু শাকিব খানের টিম

১৪

আত্মশুদ্ধি না হলে হাজারো সংস্কার কমিশন করেও লাভ হবে না: ড. মঈন খান

১৫

মিশিগানের একটি গ্রামীণ শহরের পুলিশ প্রধানকে সন্দেহজনক গার্হস্থ্য হামলার অভিযোগে গ্রেফতার

১৬

দ্বৈত পাসপোর্টধারীদের এবার রাজনীতিতে নিষিদ্ধের প্রস্তাব

১৭

শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে এবার বাংলাদেশ থেকে ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই

১৮

মিশিগান জেলের মেইলে নিষিদ্ধকরণ কমাতে প্রযুক্তি চালু

১৯

ইউনিভার্সিটি অফ মিশিগানের শীর্ষ ডিইআই কর্মকর্তা বরখাস্ত

২০