বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ ও বেসরকারি শিক্ষকগণের বিভিন্ন দাবী দাওয়া বিষয়ে রোববার সন্ধ্যায় প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগরের সেক্রেটারী মোহাম্মদ আব্দুস শাকুরের সভাপতিত্বে এবং সিলেট মহানগরের মাধ্যমিক শিক্ষক পরিষদের সেক্রেটারি প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড ইমোনোলজি বিভাগের অধ্যাপক এ.টি.এম মাহবুব-ই-এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগরের সহকারি সেক্রেটারী ও কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারী অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সহ সভাপতি অধ্যাপক নুরুর রহমান, মাধ্যমিক শিক্ষক পরিষদের সহকারী সেক্রেটারী মো: মোস্তফা কামাল, মাদ্রাসা শিক্ষক পরিষদের সহকারী সেক্রেটারী উপাধ্যক্ষ সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যক্ষ কামাল উদ্দিন, অধ্যক্ষ আহমদ হোসাইন, অধ্যক্ষ জিল্লুর রহমান, প্রধান শিক্ষক মো: আব্দুল খালিক, প্রধান শিক্ষক জামাল হোসেন, প্রধান শিক্ষক আতাউর রহমান, প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ফজলুল হক, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারি প্রধান শিক্ষক রুহুল আমীন এবং সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার প্রমুখ।
সভায় বক্তারা রেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পূর্ণাঙ্গ পেনশন, উৎসবভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য দূরীকরণের দাবী জানানো হয়। সেই সাথে আদর্শ শিক্ষক ফেডারেশনের কার্যক্রমকে আরো গতিশীল করার ব্যাপারে পরামর্শ প্রদান করা হয়। (বিজ্ঞপ্তি)
মন্তব্য করুন