আমেরিকায় বসবাসরত নতুন প্রজন্মের কাছে সিলেটের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি ও গৌরবকে বিশ্বময় ছড়িয়ে দিতে মিশিগানে বিশ্ব সিলেট সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৫ অক্টোবর বুধবার ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আমিনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে এবং সায়েম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশ্ব সিলেট সম্মেলনের পরিকল্পনা তুলে ধরেন মহমির চৌধুরী। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি মুহাম্মদ হোসেন সুলেমান, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবের চৌধুরীসহ মিশিগানের বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। আয়োজনের অগ্রগতি নিয়ে ১৯ অক্টোবর শনিবার হ্যামট্রামিক শহরের আলাদিন রেস্টুরেন্টে একটি সভা আহবান করা হয়। এ সভায় বিশ্ব সিলেট সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
মন্তব্য করুন