আগেই ঘোষণা এসেছিল নির্মাণ হচ্ছে ‘স্পাইডারম্যান ফোর’। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন টম হল্যান্ড ও জেনডায়া। তবে সিনেমাটি কে পরিচালনা করছেন, কবে শুটিং শুরু হবে, সে বিষয়ে কোনো কিছুই নিশ্চিত করেনি মার্ভেল। এবার জানা গেল সিনেমাটি নির্মাণ করবেন ডেসটিন ড্যানিয়েল ক্রেট্টন। এর আগে এই ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করেছেন জন ওয়াটস।
এদিকে নির্মাতার নাম ঘোষণার মধ্য দিয়ে সিনেমার শুটিং সময়ের বিষয়েও তথ্য দিয়েছে মার্ভেল। আগামী বছরের প্রথম দিকেই শুরু হবে ‘স্পাইডারম্যান ফোর’-এর শুটিং। তবে আগের ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে এবার বেশ কিছু নতুন চরিত্র যোগ দেওয়া হবে নতুন সিনেমায়। তাই ভক্তদের জন্য দারুণ কিছু চমক থাকবে সিনেমাটিতে। তবে সিনেমা মুক্তির তারিখ এখনো জানা যায়নি।
এর আগে নির্মাতা ডেসটিন ড্যানিয়েল ক্রেট্টন ২০২১ সালের এমসিইউ সিনেমা ‘শাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ নির্মাণ করে ব্যাপক সাফল্য পান। এরপর ডেসটিনের ‘অ্যাভেঞ্জার্স: দ্য ক্যাং ডাইনেস্টি’ নির্মাণের কথা ছিল। তবে কোনো কারণে প্রজেক্টটি বাদ দেয় এমসিইউ। এরপর এবার তাকে ‘স্পাইডারম্যান ফোর’-এর দায়িত্ব দেওয়া হলো।
মন্তব্য করুন