গত ২৮ জুলাই রোজ রোববার, ছাতক এসোসিয়েশন অব মিশিগান ইউএসএ-এর বনভোজন ও মিলনমেলা ভিটারিয়ান পার্কে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশী ও আমেরিকান জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে বনভোজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ ও অতিথিবৃন্দ।
দিনব্যাপী আয়োজন মালার মধ্যে ছিল শিশু কিশোর কিশোরী ও পুরুষ ও মহিলাদের বিভিন্ন খেলাধুলা, দুপুরের খাবার ও রাফেল ড্র এবং সমাপনীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এসোসিয়েশনের সভাপতি রাইসুজজামান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সাহিত্য সংস্কৃতির সম্পাদক শিমুল দত্তের যৌথ উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা সাবেক প্রবীণ শিক্ষক আব্দুস ছোবান, হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, মিশিগানে বসবাসরত ছাতক উপজেলার কালারুখা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মিশিগানে ছাতক এসোসিয়েশন দীর্ঘদিন ধরে এখানকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক আচার অনুষ্ঠানসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন সহ বিগত করোনা ও দুর্যোগকালীন মানুষের কল্যাণে সাহায্য ও সহযোগিতা করেছে যা সত্যি সত্যিই প্রশংসার দাবিদার।
তারা আরও বলেন, এসোসিয়েশনের আগামী ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টাবৃন্দ সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
পাশাপাশি মিশিগানে বসবাসরত ছাতক নিবাসী প্রবীণ ব্যাবসায়ী মরহুম আবু লেইসসহ অন্যান্য মরহুমদের স্মরণ ও তাদের রুহের মাগফেরাত কামনা করেছেন।
এসোসিয়েশনের উপদেষ্টা বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সামসুল ইসলাম ও আব্দুল মতিন। কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এড. মঈন উদ্দিন, মোমিন চৌধুরী, নাজমুল হুদা রাফি, মকসুদ আহমদ, নিরঞ্জন দাস নিরু, জালাল আহমদ, শাহ মাসুম, আব্দুস শহীদ, জামাল আহমদ, এটিএম ফয়েজ, মুহিত খান, সালমান আহমদ, দিলীপ দাস, সাহেদ আহমদ, হিমেল নাগ, গোলাম জিলানী নয়ন, মাফি আহমদ, সাইদুর রহমান, রোকেয়া রশীদ ও শামা হুসাইন প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুমী দত্ত ও শিমুল দত্ত।
শেষাংশে এসোসিয়েশনের সভাপতি তার বক্তব্যে বলেন, আপনাদের সরব উপস্থিতিতে আজকের বনভোজন সফল ও সুন্দর হয়েছে।
তিনি তার কমিটির সকল নেতৃবৃন্দ ও উপদেষ্টাবৃন্দ এই সুন্দর আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। সেইসাথে উপস্থিত সকল অতিথিবৃন্দেরকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অঙ্গন ও ছাতক উপজেলা বাসীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনীতে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণীর মাধ্যমে বনভোজন সম্পন্ন হয়।
মন্তব্য করুন