সনাতন ধর্মের শ্রীশ্রীগুরুপূর্ণিমা রবিবার (৫ শ্রাবণ ১৪৩১ বাংলা) ২১ জুলাই ২০২৪ ঢাকায় রামকৃষ্ণ মঠে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ৭:৩০ টায় শ্রীরামকৃষ্ণদেবের পূজা, সকাল ৮ টায় ধর্মগ্রন্থ থেকে পাঠ, ভজন, জপ-ধ্যান, এবং সকাল ১১:৩০ টায় শ্রীশ্রীগুরুপূর্ণিমার তাৎপর্য বিষয়ে আলোচনা।
আলোচনা করবেন শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও সম্পাদক, রামকৃষ্ণ মিশন, ঢাকা এবং বাংলাদেশে রামকৃষ্ণ সঙ্ঘের গুরুমহারাজ।
এছাড়াও অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১১:৫০ এ ভোগারতি, বেলা ১২ টায় পুষ্পাঞ্জলি, বেলা ১২:০৫ এ রামকৃষ্ণ শরণম্ ভজন এবং বেলা ১২:১৫ এ মধ্যাহ্ন প্রসাদ।
পূজ্যপাদ গুরুদেবের প্রণাম সকাল ১১ টা থেকে সকাল ১১:৩০, বেলা ১২:১০ থেকে বেলা ১২:২০ এবং রাত ৮ টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত।
ভক্তদের বসার আসন এবং দীক্ষিত ভক্তদের জপের মালা নিয়ে আসতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য করুন