ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের উদ্যোগে মিশিগানের সিটি অফ ওয়ারেনের দেশী হলে অনুষ্ঠিত হয়ে গেলো এক স্মরণীয় রিইউনিয়ন ও ফান্ডরেইজিং ডিনার। ফেঞ্চুগঞ্জবাসীদের ঐক্য ও সহমর্মিতা উদযাপন করার পাশাপাশি বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই মহতী আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ পরিবারের বেশিরভাগ সদস্য, যারা ব্ল্যাক টাই অপশনাল এই নৈশভোজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতি প্রমাণ করে প্রবাসেও ফেঞ্চুগঞ্জের বন্ধন কতটা দৃঢ়। গত ২ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত এই আয়োজনের জন্য অতিথিরা ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সদস্যদের বিশেষভাবে প্রশংসা করেন। উপদেষ্টাদের মধ্যে ছিলেন আবুল হুসেন ভিংরাজ, ফজলুল হক মাস্টার, মতিন চৌধুরী, গৌসুল হুসেন, ইসমাইল আলী শায়েস্তা, ফারুক আহমেদ, সলসু মিয়া, আব্দুল ওয়াসিদ চৌধুরী (আসুক মিয়া), মঈন উদ্দিন আহমেদ, সালেহ আহমেদ, ও মোহাম্মদ আলী সঞ্জর। কার্যকরী পরিষদের মধ্যে উল্লেখযোগ্য সদস্যরা ছিলেন মোহাম্মদ জামান খোকা, ইকবাল হুসেন বাসিত, আব্দুল কাদির চৌধুরী ডিজু, আহাদ আহমেদ, জাবেদ চৌধুরী, মোহাম্মেদ কবির টিটু, মোহাম্মদ মুকিত, আবুল খায়ের, আবু জুবের, ইকরাম আহমেদ, ওয়াহিদুল খান খোকন, মুহিব উদ্দিন জেমস, জুবের আহমেদ রিপন, নাসিমুল করিম, ইকবাল হুসেন চৌধুরী ইকু, বদরুল ইসলাম বাসিক, সুমন কবীর, ও গোলাম মোস্তফা নাদির। অনুষ্ঠানের শুরুতেই ফেঞ্চুগঞ্জের কৃতী সন্তান ওয়ালী সহিদ কবীর পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, যা সকলকে মোহিত করে। এরপর কার্যকরী পরিষদের সদস্য সুমন কবীর, নাসিমুল করিম ও ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজনের শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব আব্দুল কাদির চৌধুরী ডিজু, মতিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, মঈন উদ্দিন ও সালেহ আহমেদ। এই ফান্ডরেইজিং ডিনার আয়োজন সম্পর্কে আয়োজকরা জানান, বাংলাদেশের ফেঞ্চুগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে তহবিল সংগ্রহ চলছে। অনুষ্ঠানে মোহাম্মেদ আব্দুল ওহিদ (পি.এ.) বিশেষ দোয়া পরিচালনা করেন, যা সবাইকে আবেগাপ্লুত করে। এছাড়া রয়াল মার্ট গ্রোসারির স্বত্বাধিকারী মুহিব উদ্দিন জেমসের সৌজন্যে অনুষ্ঠানে বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা করা হয়, যা শিশুদের মধ্যে আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। ওয়ারেন সিটির সাদ দেশী কুইসিন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ফেঞ্চুগঞ্জের মুকীম চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি ফেঞ্চুগঞ্জবাসীর জন্য এমন একটি জমকালো মিলনমেলার আয়োজন করায় উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। সমাপনী বক্তব্যে ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের প্রবীণ উপদেষ্টা আবুল হুসেন ভিংরাজ সাহেব তার অনুভূতি প্রকাশ করেন এবং সকলকে ফেঞ্চুগঞ্জের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের পক্ষ থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবারকে পুনর্বাসনের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে। ২ নভেম্বর শনিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার চণ্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের তত্ত্বাবধানে এই ঢেউটিন বিতরণ করা হয়।
মন্তব্য করুন