আপনার ঠিকানা, নাম, বা অন্য কোনো তথ্য পরিবর্তন হলে ভোটার নিবন্ধন আপডেট করা জরুরি। মিশিগান ও নিউ ইয়র্কের জন্য [Michigan Voter Information Center](https://mvic.sos.state.mi.us/) এবং [New York State Board of Elections](https://www.elections.ny.gov/) ওয়েবসাইটগুলোতে নিবন্ধন আপডেট করতে পারেন।
অন্যান্য রাজ্যের জন্য [Vote.org](https://www.vote.org/) এবং [CanIVote.org](https://www.canivote.org/) ওয়েবসাইট থেকে নিবন্ধন আপডেটের পদ্ধতি জানতে পারবেন। এই আপডেট নিশ্চিত করে আপনার সঠিক তথ্য ভোটার তালিকায় রয়েছে এবং কেন্দ্রে কোনো সমস্যা হবে না।
মন্তব্য করুন