বলা হয়ে থাকে, কুকুর সবচেয়ে বিশ্বস্ত ও মনিবভক্ত প্রাণি। এটি তার মনিবের জন্য জীবন দিতে পারে। এর কারণে কুকুরের প্রতি মানুষের জন্য রয়েছে স্বতন্ত্র সহমর্মিতা। কুকুরও মনিবকে চিনতে ভুল করে না। এমন একটি ঘটনা ঘটেছে লাস ভেগাসে। প্রায় ৯ বছর একটি কুকুর তার মালিককে ফিরে পেলো।
তখন ২০১৫ সাল। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ২৮ বছর বয়সী মোনারেজ। সঙ্গে থাকতো তার ২ বছর বয়সী পোষা কুকুর গিজমো। হঠাৎ একদিন বাড়ির পেছনের গেট দিয়ে বের হয়ে আর ফিরে আসেনি কুকুরটি। এরপর কেটে গেছে প্রায় ৯ বছর।
ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি শেষে শিক্ষকতা পেশা শুরু করেছেন মোনারেজ। বয়স হয়েছে ৩৭। তাই বলে গিজমোর প্রতি ভালোবাসার কমতি হয়নি তার। সবসময় খুঁজে বেড়াতেন হারানো কুকুরকে।এরপর ২০২৪ সালের ১৭ জুলাই পশু হাসপাতালের একটি মেইল পান মোনারেজ। সঙ্গে সঙ্গেই তিনি ছুটে যান সেখানে। ৯ বছর পরও নাম ধরে ডাকতেই সাড়া দেয় গিজমো। তার মাইক্রোচিপ স্ক্যান করে পশু চিকিৎসকরা নিশ্চিত হন এটাই বহুদিন আগে হারিয়ে যাওয়া মোনারেজের পোষা কুকুর। মোনারেজের মতে, এত বছর পর গিজমোকে খুঁজে পাওয়া একটি অলৌকিক ঘটনা। ৯ বছরে তারও বয়স বেড়ে ১১ হয়েছে। তিনি গিজমোকে এখন তার সাথেই রাখছেন।
মন্তব্য করুন