মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার রানিং মেট হিসেবে বাছাই করেছেন মিনেসোটার গভর্নর টিম উইলজকে। আজ মঙ্গলবার এ ঘোষনা দেয়া হয়।
টিম মার্কিন রাজনীতিতে খুব একটা পরিচিত মুখ নন। তিনি যে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হতে যাচ্ছেন, তেমন আলোচনাতেও ছিলেন না। তবে ৬০ বছর বয়স্ক এই সাবেক হাই-স্কুল শিক্ষক এবং ফুটবল কোচ ডার্ক হর্স হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। আগ্রাসী ভাব না দেখিয়ে ট্রাম্পের সমালোচনা করতে পটু তিনি। তাছাড়া তার রাজ্য মিনেসোটায় ডেমোক্র্যাটরা এমনিতেই জয়ী হতে পারে। ফলে তিনি উইসকনসিন ও মিশিগানের মতো সুইয়িং স্টেটে দলের জন্য ভালো কিছু করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি গর্ভপাতের অধিকার প্রদান, বেতনসহ পারিবারিক ছুটি, সাশ্রয়ী মূল্যে আবাসনের ব্যবস্থা করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কমলা হ্যারিসের বিরুদ্ধে নামছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র : আল জাজিরা
মন্তব্য করুন