আদর্শ, সৌন্দর্য্য, ঐক্য, সম্প্রীতি ও হ্রদয়াঙ্গমের প্রতীকি জনপদ আমার প্রিয় সুজানগরের মানুষের তুলনা কেবল সুজানগরই। নির্বাচন পরবর্তি অভিমতই তার স্বাক্ষর।
১৬ই জুলাই মঙ্গলবার লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবস্থিত সোঁনারগাও রেস্টুরেন্টে এক নজীরবিহীন শৃঙ্খলা ও উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুজানগর এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক নির্বাচন, ঈদ পুনর্মিলণী ও ২০২৪ সালের স্বরণিকা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন।
এতে ইংল্যান্ডে বসবাসরত প্রায় সকল ভোটাররাই উপস্থিত ছিলেন। যারা ইংল্যান্ডের বাহিরে তারা প্রক্সি ভোটের মাধ্যমে নির্বাচনে অংশ নেন।
সন্ধ্যা সাড়ে সাতটায় সুজানগর এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সোলেমান আহমেদের অনুমতি প্রদাণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সফিকুল হক স্বপন এবং সহযোগী হিসাবে ছিলেন হাফিজ মোহাম্মদ সিরাজুল ইসলাম, সুলতান বাবর, মইনুল ইসলাম ও জাবেদ হান্নান। অসুস্থতাজনিত কারনে অনুপস্থিত ছিলেন মোহাম্মদ মিসবাহ উদ্দিন। এসেসিয়েশনের উপদেষ্টা হাফিজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এসোসিয়েশনের সাবেক বিদায়ী সভাপতি শাহ আজিজুর রহমানের কন্ঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠানটি শুরু হয়।
এরপর ২০২২-২৪ সালের বিদায়ী সভাপতি শাহ আজিজুর রহমান, সাধারন সম্পাদক আজিম উদ্দিন এবং কোষাধ্যক্ষ শামিম আহমেদ তাঁদের সংক্ষিপ্ত বিদায়ী বক্তব্য তুলে ধরেন।
পরে তাঁদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। এভাবেই স্বরণিকা ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব সমাপ্ত হয়।
মাগরিবের নামাজের বিরতীর পরপরই ভোটগ্রহণ পর্বটি শুরু হয়। মোট ৬৬ জন ভোটারের মধ্যে ৫৬ জন সরাসরি উপস্থিত থেকে নিজ নিজ ভোট প্রদাণ করেন।দেশের বাহিরে থাকার কারনে ৬ জন প্রক্সি ভোটের মাধ্যমে অংশ নেন। এবং ৪ জন অনুপস্থিত ছিলেন।
অত্যন্ত সুন্দর, সুষ্ঠ, শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবং প্রধান নির্বাচন কমিশনার সফিকুল হক স্বপনের তথ্যাবধানের অল্প সময়ের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রকাশিত ফলাফলে আজিম উদ্দিন মোট ৩৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নজমুল ইসলাম পেয়েছেন ১৬টি। বিভিন্ন কারনে আজিম উদ্দিনের ৫টি এবং নজমুল ইসলামের ২টি ভোট বাতিল হয়েছে।
অন্যদিকে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটে নির্বাচিত হন সাধারন সম্পাদক শামিম আহমেদ ও কোষাধ্যক্ষ জুবের আহমেদ। পরিশেষে মিষ্টি বিতরন ও সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে অনু্ষ্ঠান সম্পন্ন হয়।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সুজানগর অনলাইন ও সিলেটি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়। উপস্থিত সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহনে সুজানগর এসোসিয়েশনের ২০২৪/২৬ সালের নির্বাচনে কোন প্রকারের অপ্রিতিকর ঘটনা কিংবা অসন্তুষ্টি পরিলক্ষিত না হওয়ায় সকলের কাছে নির্বাচনী প্রক্রিয়া গ্রহণযোগ্য হয়েছে বলে জরীপে উঠে এসেছে।
মন্তব্য করুন