ঢাকার রাশিয়ান হাউসের উদ্যোগে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ক্যাম্পাসে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) প্রদর্শিত হলো আরটি ডকুমেন্টারি ফিল্ম “রাশিয়া: ৮৫ এডভেঞ্চারস”।
অনুষ্ঠানের শুরুতে রাশিয়ান হাউসের পরিচালক পাভেল ভইচেনকভ তার স্বাগত বক্তব্যে প্রামাণ্যচিত্রটির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
তিনি তার বক্তব্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ নিয়েও কথা বলেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পাশাপাশি তিনি চলমান ‘নিউ জেনারেশন’ এবং ২০২৪ সালের মার্চ মাসে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ‘বিশ্ব যুব উৎসব-২০২৪’-এ বাংলাদেশিদের অংশগ্রহণের বিষয়ে সহযোগিতা ও সম্ভাবনার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক, আউটরিচ অ্যান্ড পি আর অসীম ভাটনগর সহ অন্যান্য সদস্যবৃন্দ। তারা বলেন যে তাদের বিশ্ববিদ্যালয় ঢাকাস্থ রাশিয়ান হাউসের কার্যক্রমের সাথে জড়িত হতে আগ্রহী।
চলচ্চিত্র প্রদর্শনীতে উপস্থিত সকলেই রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ড জুড়ে একটি অ্যাডভেঞ্চার ট্যুর এবং রাশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে একটি তথ্যপূর্ণ তথ্যচিত্র আয়োজনের জন্য ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালককে ধন্যবাদ জানান।
ডকুমেন্টারির মাধ্যমে উপস্থিত দর্শকবৃন্দ রাশিয়ার শিল্প পর্যটন, ক্রাসনোয়ারস্ক অঞ্চলে স্বর্ণের বার উৎপাদন, ম্যাগনিটোগর্স্কে কীভাবে ইস্পাত শক্ত করা হয়, ভ্লাদিমির অঞ্চলে কাঁচের ব্লোয়ার, ইয়ারোস্লাভ অঞ্চলে ঘণ্টার “জন্ম” সহ আরও অনেক আকর্ষণীয় জিনিস সম্পর্কে জানতে পারে।
আরও পড়ুনঃ ঢাকার রাশিয়ান হাউস বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে
মন্তব্য করুন