এ বছর কম বয়সী (১২ বছরের কম) শিশুরাও হজ পালন করতে পারবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার (২০ মার্চ) এক বিজ্ঞপিতে এ তথ্য জানায় ধর্ম মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, যেহেতু এ বছর হজ পালনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই সে কারণে ১২ বছরের নিচের বয়সী শিশুরাও হজ পালন করতে পারবে। উল্লেখ্য, সম্প্রতি সৌদি সরকারের একটি ঘোষণায় এ বছর হজ পালনের উপর কোন ধরণের নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি। তাই যেকোন বয়সের মানুষ এ বছর হজ পালন করতে পারবেন।
বাংলাদেশ থেকে এ বছর হজে যেতে পারবেন প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।
এদিকে হজ প্যাকেজের খরচ প্রায় দ্বিগুণ করায় নিবন্ধনের জন্য ৩ দফা সময় বাড়ানোর পরও সম্ভাব্য হজযাত্রীদের কাছ থেকে সাড়া না পেয়ে চতুর্থ দফায় সময় বৃদ্ধি করেছে সরকার।
বরাবরের মতো চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।
মন্তব্য করুন