মটর সিটি ক্যারাম এসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো মিশিগানের হ্যামট্রামিকের নিউ মদিনা ইন্ডিয়ান রেস্টুরেন্টে দুইদিন ব্যাপী মটর সিটি ক্যারাম টুর্নামেন্ট ২০২৪ সম্পন্ন হয়েছে।
গত ১২ ও ১৩ অক্টোবর আয়োজিত এই টুর্নামেন্টে মোট ২৭টি দল অংশগ্রহণ করেন। বিগ বাজেটের এই টুর্নামেন্টে আমেরিকার নিউইয়র্ক, বাফেলো এবং নিউজার্সিসহ বিভিন্ন স্টেট থেকে ক্যারামপ্রেমীরা অংশগ্রহণ করেন।
জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মিশিগানের কামরুল হাসান ও শওকত জুটি। রানার আপ হয়েছেন নিউইয়র্কের কামরুল ও রাসেল জুটি, তৃতীয় স্থান অধিকার করেন নিউজার্সির হাফিজ ও জনি জুটি, চতুর্থ স্থান অধিকার করেন মিশিগানের নুমানুল ইসলাম ও জুনায়েদ জুটি। এ টুর্নামেন্টে প্রথম পুরস্কার ৫০০৫ ডলার, দ্বিতীয় পুরস্কার ৩০০৩ ডলার, তৃতীয় পুরস্কার ২০০২ ডলার এবং চতুর্থ পুরস্কার ১০০১ ডলার প্রদান করা ছাড়াও প্রত্যেক বিজয়ী টিমকে দুটি ট্রফি উপহার দেওয়া হয়। এ টুর্নামেন্টে স্পন্সর দিয়ে সহযোগিতা করেছেন রিয়েল এস্টেট এজেন্ট মাহবুবুল আলম আলমগীর, বিডি ফার্মেসির স্বত্বাধিকারী ফাহাদ আজিজ, রিয়েল এস্টেট এজেন্ট ফাহাদ আহমদ, লাউতা মোল্লাপুর ইউনিয়ন ঐক্য পরিষদ সদস্য ও বেস্ট রেইট মর্টগেজের ফাদি শাংকারি, জাকির হোসেন, কাউন্সিলম্যান আবু মুসা ও রায়হান আহমদ। অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে প্রাইজমানি এবং ট্রফি তুলে দেন।
মন্তব্য করুন